Saturday, March 15, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

জার্মান চ্যান্সেলর ওলাফ শল্টজ নির্বাচনে ভোট দিচ্ছেন


জার্মানির নির্বাচনে ভোট দিয়েছেন চ্যান্সেলর ওলাফ শল্টজ। রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫।

স্থানীয় সময় সকাল ৮টায় (০৭০০ জিএমটি) ভোটগ্রহণ কেন্দ্রগুলি খোলা হয়। পাঁচ কোটি ৯০ লক্ষের বেশি জার্মান ভোট দিতে পারবেন। সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ বন্ধ হবে। তারপর বুধফেরত সমীক্ষা বা এক্সিট পোলের ভিত্তিতে প্রথম আনুমানিক হিসাব পেশ করা হবে বলে ধারণা করা হচ্ছে।

রবিবার জার্মানরা ভোটগ্রহণ কেন্দ্রে হাজির হন এই গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নেয়ার জন্য, যেখানে রক্ষণশীলদের সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে। জনপ্রিয়তায় অতি-ডানপন্থীদের ব্যাপক অগ্রগতি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নাটকীয় প্রত্যাবর্তনের পর এই নির্বাচনের প্রচারণা জোরালো হয়ে ওঠে।

বিরোধী রক্ষণশীলরা যেখানে জোরালো পছন্দ, তখন অতি-দক্ষিণপন্থী ও অভিবাসন-বিরোধী অল্টারনেটিভ ফর জার্মানি দল বা এএফডি রেকর্ড ফলাফলের আশা করছে।

ইউরোপের নেতাদের টপকে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে ট্রাম্প সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচনা হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্কে ভূমিকম্পের মত বিপর্যয় দেখা দিয়েছে এবং এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম অর্থনীতির দেশে গুরুত্বপূর্ণ ভোট অনুষ্ঠিত হচ্ছে।

নতুন কোনও বহুদলীয় সরকার গঠিন না হওয়া পর্যন্ত শল্টজ তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব থাকবেন।

–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়