দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বুধবার রাতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যাচ্ছেন। বৃহস্পতিবার সেখানে আশিয়ান দেশগুলির সম্মেলনে (East Asia summits) যোগ দেবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবারই তাঁর দেশে ফিরে আসার কথা।
সরকারি সূত্রের খবর, জাকার্তার সম্মেলনের জন্য ভারত সরকার যে সব প্রচারপত্র ছাপিয়েছে সেখানে নরেন্দ্র মোদীকে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ বলে উল্লেখ করা হয়েছে। মনে করা হচ্ছে, ভারত সরকারের পরামর্শে সম্মেলনের নেমপ্লেটেও মোদীর পরিচিয় ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ লেখা থাকবে (East Asia summits)। সে ক্ষেত্রে ইন্দোনেশিয়াই হতে চলেছে বিদেশের মাটিতে প্রথম ভারতের প্রধানমন্ত্রীকে সরকারিভাবে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ বলে উল্লেখ।
মোদী সরকার বিদায় দিচ্ছে ‘প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া’ কথাটি। আমন্ত্রক দেশ এবং সম্মেলনে (East Asia summits) উপস্থিত অন্য দেশের প্রধানেরাও নরেন্দ্র মোদীকে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ বলে সম্মোধন করেন কিনা সেটাই এখন দেখার।
মঙ্গলবার এই ব্যাপারে শোরগোল শুরু হয়েছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাঠানো নিমন্ত্রণপত্র ঘিরে। জি-২০ দেশগুলির সম্মেলনে আগত বিদেশি অতিথি এবং দেশের সব মুখ্যমন্ত্রী ও বিশিষ্টজনদের শনিবার নৈশ ভোজে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। নিমন্ত্রণপত্রে দৌপদী মুর্মুর পরিচয় হিসাবে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। তারপর থেকেই শোরগোল শুরু হয় তাহলে কি এবার দেশের নাম থেকে ‘ইন্ডিয়া’ শব্দটি বাদ দিতে চলেছে মোদী সরকার?
আরও পড়ুন: মমতার হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! মাঝরাতে ফের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল
সারাদিন এই নিয়ে জল্পনা চলার পর মঙ্গলবার বেশি রাতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, দেশের নাম থেকে ইন্ডিয়া শব্দ বাদ দেওয়ার কোনও ভাবনা সরকারের নেই। এটা নিছকই গুজব। তিনি বলেন, ‘আমি একই সঙ্গে মিনিস্টার অফ ইন্ডিয়া এবং মিনিস্টার অফ ভারত।’
ওয়াকিবহাল মহলের ধারনা মোদী সরকার সরকারি নথিপত্রে ‘ইন্ডিয়া’ শব্দটির ব্যবহার বন্ধ করে দেবে। এভাবেই দেশের ‘ইন্ডিয়া’ নামটি ভুলে যাবে দেশবাসী, মনে করছে শাসকপক্ষ। তবে সরকারিভাবে ‘ইন্ডিয়া’ নাম থাকবে। সংবিধানে ‘ইন্ডিয়া দ্যাট ইজ ভারত’ লাইনটির কোনও পরিবর্তন হচ্ছে না।
‘ইন্ডিয়া’ নয়, দেশের নাম শুধুই ভারত রাখার দাবিতে সদ্যই ফের সরব হয়েছে সঙ্ঘ পরিবার। আরএসএস প্রধান মোহন ভাগবত দাবি তোলেন, ‘ইন্ডিয়া’ নাম কেন থাকবে? দেশের শুধু ‘ভারত’ থাক। বাদ দেওয়া হোক ‘ইন্ডিয়া’। তাঁর কথায় সায় দিয়ে উত্তর প্রদেশের এক বিজেপি সাংসদ সংবিধান বদল করে দেশের নাম থেকে ‘ইন্ডিয়া’ বাদ দেওয়ার দাবি তোলেন।