আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাসী না। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তারা বলেছেন দশ কেজি চাল দিবো, ডাল দিবো, আটা দিবো, বিনা পয়সায় সার দিবো, ঘরে ঘরে চাকুরি দিবো, কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে চালের কেজি ৭৫ টাকা। তেলের কেজি ২০০টাকা, আটা কেজি ৭০টাকা। তারা জনগণকে দেয়া ওয়াদা ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ডা.এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (২৬ মে) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজনে শহরের জনসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাহিদ হোসেন বলেন, এখন চাকুরী নিতে হলে আগে ডিএনএ টেস্ট করা হয় সে আওয়ামী লীগ না বিএনপি। আওয়ামী লীগ কথায় কথায় বলে দেশে নাকি উন্নয়নের জোয়ার বইছে দেশ এতটাই উন্নয়ন করেছেন যে ডলার সংকটের জন্য নিত্যপণ্যের জিনিস কেনা যায় না।
তিনি বলেন, বর্তমানে দেশের মানুষ কথা বলতে পারে না, ভোট দিতে পারে না। কথা বললেই মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও জুলুম নির্যাতন করা হচ্ছে। বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। আওয়ামী লীগের প্রভু আছে বলেই তারা ঘনঘন বিদেশে প্রভুদের কাছে যায়। আর বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে যায়। বিএনপি মনে করে সাধারণ মানুষেই সকল ক্ষমতার উৎস। একটা কথা মনে রাখতে হবে-ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়।
তিনি বলেন, লাগামহীন দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে জনসাধারণের নাভিশ্বাস হয়ে উঠেছে। তারপরও আওয়ামী লীগ লম্বা লম্বা কথা বলে। বর্তমানে বিদ্যুৎ যায় না আসে তা গ্রামের মানুষই ভালো বলতে পারবে। শতভাগ বিদ্যুতায়িত দেশে লোডশেডিংকে নাকি আওয়ামী লীগ জাদুঘরে পাঠাবে, কিন্তু লোডশেডিং জাদুঘরে যাইনি বিদ্যুৎই জাদুঘরে যাওয়ার অবস্থা হয়ে গেছে। এ সরকারের আমলে প্যাগোডায় হামলা হয়, মসজিদে হামলা হয়, মন্দিরে প্রতিমা ভাঙচুর হয়। সংখ্যালঘুদের জমি জায়গা দখল হয়। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা এই সব হামলা ও দখদারির সঙ্গে জড়িত।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপার্সনের উপর জুলুম-নির্যাতন চলছে। দীর্ঘ সাড়ে পাঁচ বছর যাবত মিথ্যা মামলায় তিনি কারান্তরীণ। নেত্রীর সু-চিকিৎসা তারা দিচ্ছে না। কারণ আওয়ামী লীগ খালেদা জিয়াকে ভয় পায়। বিএনপি জনগণকে যে ওয়াদা দেয় তা অক্ষরে অক্ষরে পালন করে। জনগণের বিপদে আপদে পাশে দাঁড়ায়। আওয়ামী লীগ শুধু লুটপাট নিয়ে ব্যস্ত থাকে। বিএনপির আন্দোলন ও গণসমাবেশের কর্মসূচি খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর কর্মসূচি নয়, বিএনপি কর্মসূচি জনগণের অধিকার আদায়ের জন্য।
এসময় জনসমাবেশে জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপি সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস আলী, জেলা বিএনপি ভারপ্তাপ্ত সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ, যুবদলের সভাপতি মো: মাহেবুল্লাহ চৌধুরী আবু নুর, দফতর সম্পাদক মামুনুর রশীদ মামুন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, ছাত্রদলের সভাপতি মো: কায়েস আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ সহ দলটির বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রতিনিধি/ এজে