Saturday, March 15, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

চিলির প্রেসিডেন্ট দাবানল পীড়িত অঞ্চলে জরুরি অবস্থা জারির অংশ হিসেবে কারফিউয়ের নির্দেশ দিয়েছেন


চিলির মধ্য ও দক্ষিণাঞ্চলে দুই এলাকায় তীব্র দাবানলের হুমকির কারণে সে দেশের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিচ শনিবার জরুরি অবস্থা সংক্রান্ত আদেশ জারি করেছেন।

তিনি বলেছেন, নাবল ও মৌল প্রদেশেও কারফিউ থাকবে যাতে কর্তৃপক্ষ সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলা করতে সক্ষম হয়; বন, মাঠ, বাড়িঘর ও জনজীবন রক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রেসিডেন্ট ভবনে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বরিচ বলেন, দাবানল ঘটিয়েছে এমন কাউকে পাওয়া গেলে সে “বিচারব্যবস্থার কাছে জবাবদিহি করবে এবং তার ২০ বছরের কারাদণ্ড হবে।”

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, বর্তমানে চিলিতে প্রায় ১৫টি দাবানল সক্রিয় রয়েছে; আবহাওয়ার তাপমাত্রা ৪০ সেলসিয়াসের (১০৪ ফারেনহাইট) উপর থাকায় এই দাবানগুলির প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, আরাউকানিয়া এলাকায় দাবানলের সঙ্গে সম্পর্কিত ৬০ জনের বেশি ব্যক্তিকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে।

ভালপারাইসো অঞ্চলে দাবানলের কারণে গত বছর কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছেন এবং এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়