গ্যাস বা পেট্রোলচালিত অটোরিকশা মিটারে না গেলে জরিমানা ও মামলার বিধান নিয়ে নিজেদের দেয়া নির্দেশনা বাতিল করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে চালকদের অবরোধ এবং রাস্তায় সিএনজিচালিত কৃত্রিম সংকট দেখা দেয়ার পর নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে সংস্থাটি।
স্থানীয় গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকেও সিএনজি অটোরিকশার চালক মিটারের বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে মামলা দেয়ার ব্যাপারে নির্দেশনা বাতিলের কথা জানানো হয়েছিল।
এখন মিটার ব্যবহার করা বাধ্যতামূলক থাকলো না।
বরাবরের মতো যাত্রীর সাথে দর কষাকষি করেই চলবে বাহনগুলো।
এর আগে সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হওয়া সিএনজি চালকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হয়। মিটারের মামলা ইস্যুতে সিএনজি চালকরা সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দেন।
অবরোধের কারণে ঢাকার গুরুত্বপূর্ণ দুই প্রবেশ পথ যাত্রাবাড়ী ও গাবতলী দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজট তৈরি হয় বিভিন্ন সড়কে। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ, স্কুলগামী শিক্ষার্থী ও পথচারীরা।
গ্যাস ও পেট্রোল চালিত ফোর-স্ট্রোকের তিন চাকার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত আদায় করলে কারাদণ্ড ও অর্থদণ্ডের মুখোমুখ হতে হবে। একই সঙ্গে এ সংক্রান্ত অভিযোগ আমলে নিয়ে মামলা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশনা দিয়েছিল সরকার।