Skip to content

চট্টগ্রাম-১০ উপনির্বাচন: মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা, ভোট রোববার – DesheBideshe

চট্টগ্রাম, ২৮ জুলাই – চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে প্রার্থীদের প্রচারণার শেষ হচ্ছে আজ শুক্রবার (২৮ জুলাই) রাত ১২টায়। রোববার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৫৬টি কেন্দ্রের ১২৫১টি বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ইতোমধ্যে ভোটের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে।

বিএনপিবিহীন নির্বাচনে প্রচার-প্রচারণায় কোনো ধরনের উত্তাপ ছিল না। তবে বিএনপি পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠানের পর লালখান বাজার এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর কার্যালয় ভাঙচুরের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠে রাজনীতি। এর রেশ ধরে ভাঙচুর করা হয় বিএনপি নগর কার্যালয়। পাল্টাপাল্টি অভিযোগ ও ভাঙচুরের ঘটনায় রাজনীতিতে উত্তাপ ছড়ালেও ভোটের মাঠ ছিল নিরুত্তাপ।

রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি মোতায়েন থাকবে। ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। চারটি স্ট্রাইকিং ফোর্স, ৮টি মোবাইল টিম, র‌্যাবের চারটি টিম, চার প্লাটুন বিজিবি আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে। এছাড়াও নির্বাচন পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের ২৪ জনের একটি টিম মাঠে থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে। ভোটকেন্দ্রে ১৬ থেকে ১৮ জনের সদস্য দায়িত্ব পালন করবে। সাধারণ কেন্দ্রে বিভিন্ন বাহিনীর ১৬-১৭ জন। এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৮ জন সদস্য মোতায়েন থাকবে।

এদিকে, আজ (শুক্রবার) মধ্যরাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ৩১ জুলাই পর্যন্ত তা কার্যকর থাকবে। ২৯ জুলাই রাত ১২টা থেকে ৩০ জুলাই পর্যন্ত ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, পিকআপ, ইসিবাইক চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে প্রার্থী, প্রার্থীর সমর্থক, পর্যবেক্ষক, সাংবাদিক, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও জরুরি সেবা প্রদানকারী যানবাহন চলাচল করতে পারবে।

রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটের পরিবেশও ভালো রয়েছে। ভোটারদের নিরাপত্তা ও ভোটদানের পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্কলা রক্ষাকারীর বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন থাকবে।’

চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চুসহ (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম (লাঙ্গল), তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট)।

এ নির্বাচনে ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে ২ লাখ ৪৮ হাজার ৯২৯ জন পুরুষ এবং ২ লাখ ৩৯ হাজার ৬৮০ জন নারী ভোটার। ভোটকেন্দ্রে বসানো হচ্ছে সিসি ক্যামেরা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। গত তিনটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডা. আফছারুল আমীন এই আসনে টানা তিনবার বিজয়ী হয়েছিলেন। গত ২ জুন ডা. আফছারুল আমীনের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৮ জুলাই ২০২৩



বার্তা সূত্র