Monday, February 17, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

চট্টগ্রামে ৪ দিনের আবাসন মেলা শুরু

‘স্বপ্নিল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’এ সেøাগানে চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসন ব্লু-তে চার দিনব্যাপী রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) চট্টগ্রাম আবাসন মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ মেলার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মেলা চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।

মেলায় প্লট, ফ্ল্যাট, বিল্ডিং ম্যাটেরিয়াল, আর্থিক প্রতিষ্ঠানসহ ঢাকা ও চট্টগ্রামের ৪৬টি প্রতিষ্ঠানের ৭১টি স্টল রয়েছে। এর মধ্যে কো-স্পন্সর হিসেবে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডসহ ১৫টি প্রতিষ্ঠান, ৮টি নির্মাণসামগ্রীর, ৬টি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সরকার দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিকে আধুনিকীকরণ ও সম্প্রসারণকল্পে সাড়ে ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এজন্য গভীর সমুদ্র থেকে পতেঙ্গা উপকূল পর্যন্ত প্রায় ১৬০ কিলোমিটার পাইপলাইন বসানোর কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। এই পাইপলাইনটি চালু হলে পরিবহন বাবদ বছরে প্রায় ১ হাজার কোটি টাকা সাশ্রয় হবে। তিনি বলেন, ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও দ্বিতীয় নতুন ইউনিট চালু হলে সেখানে তিন লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করা যাবে। বর্তমানে ১ লাখ টন তেল পরিশোধন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, বর্তমানে চট্টগ্রাম শহরে অপরিকল্পিত দালানকোঠায় ভরে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় আবাসন শিল্পের ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে রিহ্যাবকে ভুঁইফোড় রিয়েল এস্টেট ব্যবসায়ীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। কেননা, অনেক ভুঁইফোড় রিয়েল এস্টেট ব্যবসায়ী নানা প্রলোভন দেখিয়ে অনেক জমির মালিকের ক্ষতিসাধন করছে। জনগণকে ভোগান্তিতে ফেলছে। বছরের পর বছর ভবন অর্ধেক তুলে উধাও হয়ে গেছে। তাদের চিহ্নিত করতে হবে। তাহলে আবাসন শিল্প আরও একধাপ এগিয়ে যাবে।

রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর সামশুল আল আমিন কাজলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনের সভাপতি আব্দুল কৈয়ুম চৌধুরী।

এ সময় রিহ্যাবের পরিচালক ও রূপায়ণ গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মাহির আলী খাঁন রাতুল, রিহ্যাব চট্টগ্রাম রিজিওন্যাল কমিটির কো-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. দিদারুল হক চৌধুরী, মাহবুব সোবহান জালাল তানভির ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য আবদুল গাফফার মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।

রূপায়ণের স্টলে ভিড় : প্রতিবারের ন্যায় এবারও রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড রিহ্যাবের এই আবাসন মেলায় বিশেষ মূল্য ছাড়ে অ্যাপার্টমেন্ট কেনার সুযোগ দিচ্ছে। এ ছাড়াও মেলা উপলক্ষে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের প্রাইম লোকেশনে নির্মিত রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের অ্যাপার্টমেন্টগুলো থেকে ফ্ল্যাট ও কমার্শিয়াল স্পেস কিনতে পারবেন ক্রেতারা। মেলা শুরুর প্রথম দিনেই ক্রেতারা রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের স্টলে ভিড় করছে। অ্যাপার্টমেন্ট সম্পর্কে নানা বিষয়াদি জেনে নিচ্ছেন দর্শনার্থী ও ক্রেতারা।

রূপায়ণ সিটি উত্তরা : আধুনিক নাগরিক জীবনকে আরও নান্দনিকরূপে সাজাতে রূপায়ণ এনেছে দেশের প্রথম ও একমাত্র প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি ‘রূপায়ণ সিটি উত্তরা’ প্রকল্প। যেটি একটি পূর্ণাঙ্গ লাইফস্টাইল প্রজেক্ট। রাজধানী ঢাকার উত্তরায় ১৫০ বিঘা জমির ওপর ৬৩ শতাংশ সবুজ ও খোলামেলা পরিবেশে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এই আবাসন প্রকল্পে থাকছে আবাসিক ও বাণিজ্যিক চারটি ফেইজে ৫০টির অধিক দশতলা ভবন। আধুনিক জীবনের সব চাহিদা পূরণ করে পরিবেশবান্ধব এই প্রকল্প থেকে অ্যাপার্টমেন্ট নিতে পারবেন ক্রেতারা। এই প্রকল্পে রয়েছে ২৪ ঘণ্টা পানি, গ্যাস, বিদ্যুতের সুব্যবস্থা, খেলার মাঠ, শিশুদের জন্য ইনডোর গেমস জোন, এক্সক্লুসিভ ওয়েটিং লাউঞ্জ ও রিসেপশন, লাইফস্টাইল অ্যামিনিটিসহ কমিউনিটি ক্লাব, ডিপার্টমেন্টাল স্টোরস, সুপার মার্কেট, কনভেনশন হল, ব্যানকুয়েইট হল ও বারবিকিউ জোনসহ নানা সুযোগ-সুবিধা।

রূপায়ণ আলিফ মীম টাওয়ার : চট্টগ্রাম নগরীর চট্টেশ্বরী মোড়ের প্রধান সড়কের পাশে নির্মিত হয়েছে রূপায়ণ আলিফ মীম টাওয়ার। দুটি বেইসমেন্টসহ ১৬তলা ভবনের রয়েছে অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধা। রেসিডেন্সিয়াল স্পেসের পাশাপাশি গ্রাউন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর পর্যন্ত রয়েছে কমার্শিয়াল স্পেস। সর্বনিম্ন ১২৮০ বর্গফুট থেকে ১৭৩৫ বর্গফুটের ৩৮টি অ্যাপার্টমেন্টের পাশাপাশি রয়েছে সর্বনিম্ন ৭৫ বর্গফুট থেকে ১৬৬০ বর্গফুটের দোকান, শো-রুম ও অফিস স্পেস। সুপরিসর গাড়ি পার্কিং, আলাদাভাবে প্যাসেঞ্জার ও কার্গো লিফটসহ রয়েছে নানা আধুনিক সুযোগ-সুবিধা।

রূপায়ণ সেঞ্চুরি ল্যান্ড : চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ পোর্ট কানেকটিং (পিসি) সড়কের খান বাড়ির পাশেই (তাসফিয়া কমিউনিটি সেন্টারের বিপরীতে) নির্মিত হয়েছে রূপায়ণ সেঞ্চুরি ল্যান্ড। মূল পিসি রোড থেকে ৪ ফুট উঁচু করে নির্মিত দুটি বেইসমেন্টসহ ১৬তলা ভবনে রয়েছে কমার্শিয়াল স্পেস ও রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট। সর্বনিম্ন ১০৭৫ বর্গফুট থেকে ১৬০৫ বর্গফুটের অ্যাপার্টমেন্টের পাশাপাশি রয়েছে সর্বনিম্ন ৭৫ বর্গফুট থেকে ১৬৯৫ বর্গফুটের দোকান, শো-রুম ও অফিস স্পেসও। সুপরিসর গাড়ি পার্কিং, আলাদাভাবে প্যাসেঞ্জার ও কার্গো লিফটসহ রয়েছে নানা অত্যাধুনিক সুযোগ-সুবিধা।



বার্তা সূত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠক প্রিয়