Skip to content

চট্টগ্রামে উচ্চারণ ও বিতর্কের কৌশল বিষয়ক কর্মশালা

KSRM

‘শোনো,যুক্তি আমার সৌন্দর্য’এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম জেলায় অনুষ্ঠিত হলো ‘অ্যাসেম্বল চট্টগ্রাম’। দিনব্যাপী এই আয়োজনে ছিলো উচ্চারণ ও বিতর্কের কৌশল বিষয়ক ৩টি কর্মশালা।

কর্মশালাগুলো হলো, সংসদীয় বিতর্ক কর্মশালা, বিতর্কের কৌশল এবং যুক্তির ব্যবহার বিষয়ক কর্মশালা এবং উচ্চারণ এবং বাচনভঙ্গি বিষয়ক কর্মশালা। পাশাপাশি অনুষ্ঠিত হয় সংসদীয় বিতর্ক। বিতর্কের বিষয় ‘এই সংসদ বিশ্বাস করে,বাংলাদের কাঠামোগত উন্নয়ন এবং পদ্ধতিগত উন্নয় বিপরীতমুখী’। উক্ত বিতর্কে সরকার দল হিসেবে অংশগ্রহণ করে ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি,চট্টগ্রাম এর শিক্ষার্থীবৃন্দ এবং বিরোধীদল হিসেবে অংশগ্রহণ করেছে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এর শিক্ষার্থীবৃন্দ।

Bkash July

বিতর্কে ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি,চট্টগ্রাম এর দল জয়ী হওয়ার গৌরব অর্জন করে। আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিভাস নাট্যকলার নাট্যকর্মী এবং অভিনেতা দুলাল চন্দ্র দে, উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এর ‘স্কুল অব ল’ এর প্রভাষক মোহাম্মদ ফারুক হোসাইন, উপস্থিত ছিলেন এমসিসি ব্যাংক এর ডেপুটি ম্যানেজার জিয়াউল হক প্রমুখ। সভাপতিত্ব করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর কো-চেয়ারম্যান জুয়েল চৌধুরী, সাবেক সভাপতি, সিইউডিএস।

এছাড়াও বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যার বিষয় ছিল ‘সময় যখন থমকে দাঁড়ায়…’। উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মোঃ হাসিফ (ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি), দ্বিতীয় স্থান অধিকার করে মোহাম্মদ ইমরান (চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি) এবং তৃতীয় স্থান অধিকার করে সৌরভ ভট্টাচার্য (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)।

Reneta June

সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, চট্টগ্রাম এর সম্মানিত প্রভাষক জনাব আহমেদ রেজা, এছাড়াও উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর কো-চেয়ারম্যান জনাব জুয়েল চৌধুরী, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক জনাব আশিকুর রহমান আকাশ এবং উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর যুগ্ম সাংগঠনিক সম্পাদক তুষার ধর। প্রায় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে দিনব্যাপী এই কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।

I Screen Ami k Tumi

বার্তা সূত্র