Skip to content

‘ঘন আঁধারে’ বিপদ, ঢাকা থেকে একাধিক বিমান ফিরছে কলকাতায়

‘ঘন আঁধারে’ বিপদ, ঢাকা থেকে একাধিক বিমান ফিরছে কলকাতায়

কুয়াশার দাপট। একাধিক বিমানকে ঢাকা বিমানবন্দরে অবতরণ না করিয়ে কলকাতায় ফেরানো হচ্ছে। রইল বিস্তারিত আপডেট

 

কুয়াশার দাপট, ঢাকায় একাধিক ফ্লাইটের অবতরণ বাতিল (প্রতীকী ছবি)

হাইলাইটস

  • শীতে কাঁপছে বাংলাভূমি।
  • একাধিক বিমানকে ঘুরিয়ে দেওয়া হয় কলকাতার দিকে।
  • ঢাকা বিমানবন্দরের এটিসি সূত্রে খবর, ঘন কুয়াশার কারণে শনিবার মধ্যরাত থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের অবতরণ ও উড়ান বন্ধ রয়েছে।
শীতে কাঁপছে বাংলাভূমি। কুয়াশা ঘেরা ঢাকা। দূষণের কারণে ঢাকায় কুয়াশার স্তর এতটাই ঘন যে দু হাত দূরের কাউকে চেনা যায় না। এই অবস্থায় বিভিন্ন বিমানের চালকরা আর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ঝুঁকি নিয়ে বিমান অবতরণ করতে চাননি। একাধিক বিমানকে ঘুরিয়ে দেওয়া হয় কলকাতার দিকে। কুয়াশার কারণে ঢাকায় বিমান অবতরণ বাতিল করে বিমানগুলি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকা বিমানবন্দরের এটিসি সূত্রে খবর, ঘন কুয়াশার কারণে শনিবার মধ্যরাত থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের অবতরণ ও উড়ান বন্ধ রয়েছে। সাতটি ফ্লাইট অবতরণের চেষ্টা করেও কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে চলে যায়। আর একটি বিমান চলে যায় মালয়েশিয়ায়। আরও জানানো হয়, ঢাকা থেকে সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরবের সৌদিয়া এয়ারলাইন্স ও এয়ার এশিয়ার তিনটি ফ্লাইট ফিরে যেতে পারেনি কুয়াশার কারণে। ঢাকা বিমানবন্দরের কর্মকর্তারা জানান, কুয়াশার কারণে রানওয়ের দৃশ্যমানতা কম থাকায় সাতটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে প্রথমে চট্টগ্রামে চলে যাওয়ার পরিকল্পনা করে। তবে চট্টগ্রাম বিমানবন্দর থেকে জানানো হয়, সেখানে প্লেন রাখার জায়গা কম। এরপর বিমানগুলি কলকাতা চলে যায়। কুয়াশা পরিস্থিতির উন্নতি হলে ফ্লাইটগুলো ঢাকায় ফের অবতরণ করবে।

Pagla Mosque: মসজিদের প্রণামীর দান বাক্সে ২০ বস্তা টাকা! চাঞ্চল্য
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, একটি মৃদু শৈত্যপ্রবাহ বাংলাদেশের বিভিন্ন অংশ দিয়ে বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আরও দু থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের (বিএমডি) আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, শনিবার ঢাকায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এটি রাজধানীতে এই মরশুমের সর্বনিম্ন। বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী ১১ থেকে ১২ জানুয়ারির মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে। হিমালয় বা গারো পাহাড়ের সংলগ্ন এলাকা নয় বাংলাদেশের তীব্র শীত অনুভূত হচ্ছে দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের চুয়াডাঙ্গায়। শনিবার এখানে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শুক্রবার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। রবিবার এখানকার তাপমাত্রা আরও কমেছে বলে জানা যাচ্ছে।

Bangladesh Border :কোটি টাকার সোনা উদ্ধার! সীমান্তে আটক দুই পাচারকারী
বিএমডি জানাচ্ছে, পাকিস্তানের মরু অঞ্চল, উত্তর পশ্চিম ভারত ভারতের হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ পশ্চিমবঙ্গ ও হিমালয়ের সংলগ্ন এলাকায় তীব্র শীত চলছে। দক্ষিণ এশিয়ার এই বিশাল এলাকা সূর্যের আলোয় উত্তপ্ত হতে পারছে না। বাংলাদেশের মত দেশে ভূপৃষ্ঠ উষ্ণ করার সূর্য কিরণ পাওয়া যায় সর্বোচ্চ ৬ ঘণ্টা। কিন্তু এক সপ্তাহ ধরে সেই সুযোগ ১ থেকে ২ ঘণ্টার বেশি পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতি আরও অবনতি ঘটিয়েছে হিমালয়ের দিক থেকে আসা শীতল বায়ু। ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকা থেকে দক্ষিণদিকে বিষুবরেখা বরাবর এলাকাকে দক্ষিণ বঙ্গোপসাগর অঞ্চল বলা হয়। এই এলাকায় হিমালয়ের দিক থেকে আসা উত্তর বা উত্তর-পূর্বদিকের শীতল বায়ু স্থলভাগে প্রভাব বিস্তার করছে। আর এই শীতল বাতাসে আর্দ্রতা অনেক বেশি। তাই শীতের অনুভূতিও বেশি যেটি অল্পতেই তীব্র শীতের অনুভূতি তৈরি করছে।

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ

বার্তা সূত্র