মেগা সিরিয়ালের পাশাপাশি সব বিনোদনমূলক চ্যানেলেরই অন্যতম আকর্ষণ নন ফিকশন শো। এবার সান বাংলাতে আসছে আরও একটি নন ফিকশন শো। শুরু হচ্ছে গানের অনুষ্ঠান ‘বাংলা মেলোডি’। ৯ সেপ্টেম্বর থেকে সকাল সাড়ে ৭টায় দেখা যাবে এই অনুষ্ঠান। যে অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকছেন সোনালী চৌধুরী।
ঠিক কেমন হবে এই টবাংলা মেলোডি’ অনুষ্ঠানটি?
জানা যাচ্ছে, এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের গান গাইবেন বাংলার প্রতিষ্ঠিত শিল্পীরা। রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে অতুলপ্রসাদী, শ্যামা সঙ্গীত, আধুনিক, নজরুলগীতি, লোকসঙ্গীত-সব ধরনের গানের সম্ভারে সাজানো থাকছে ‘বাংলা মেলোডি’। গানের পাশাপাশি চলবে শিল্পীদের সঙ্গে আড্ডা। আর এই পুরো অনুষ্ঠানটাটিই সঞ্চালনার দায়িত্বে থাকছেন অভিনেত্রী সোনালি চৌধুরী। সোনালি টেলিভিশনে খুবই পরিচিত মুখ। সিনিয়র অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সঞ্চালনার নতুন দায়িত্ব পেয়ে খুশি সোনালি। ইতিমধ্যেই বেশকিছু পর্বের শ্যুটিও হয়ে গিয়েছে।
” title=”
‘বাংলা মেলোডি’ অনুষ্ঠানের সঞ্চালনায় সোনালী
“/> ‘বাংলা মেলোডি’ অনুষ্ঠানের সঞ্চালনায় সোনালী
