বৃহস্পতিবার একজন ইসরায়েলি জিম্মিকে ভিড়ের মধ্যে রেড ক্রসের কাছে হস্তান্তর করার আগে গাজায় বিশৃঙ্খল দৃশ্য দেখা যায়।
গাজা সিটির দক্ষিণাঞ্চলে খান ইউনিসে নিহত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের বিধ্বস্ত বাড়ির সামনে হস্তান্তরের স্থানটির চারপাশে হাজার হাজার মানুষ সমবেত হয়।
মানুষের এত ভিড় দেখে ২৯ বছর বয়সী জিম্মি আরবেল ইহুদকে স্তম্ভিত দেখাচ্ছিলো। জঙ্গিরা তাকে ভিড়ের মধ্য দিয়ে অপেক্ষমান রেড ক্রসের গাড়ির দিকে নিয়ে যায়।
মুখোশধারী জঙ্গিরা লোকজনকে দূরে ঠেলে দিয়ে তাকে নিয়ে যাওয়ার সময় ভিড়ের মধ্যে অনেকেই চিৎকার করে ইহুদকে ঘিরে ফেলে।
রেড ক্রসের গাড়িগুলোর ভিড় ঠেলে এগিয়ে যেতে তখন দেরি হয়ে যায়।
ইসরায়েলি সামরিক বাহিনী পরে বলেছে যে রেড ক্রস জিম্মিদের গাজার অভ্যন্তরে ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তর করেছে।
এই মাসের শুরুর দিকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বৃহস্পতিবার হামাসের নেতৃত্বাধীন জঙ্গিরা সর্বসাম্প্রতিক আট জিম্মিকে মুক্ত করেছে।
ইসরায়েল আরও ১১০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে বলে আশা করা হয়েছিল।
(এপি)
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।