Skip to content

খালেদা জিয়া ও তারেকের জন্য খালি চেয়ার

খালেদা জিয়া ও তারেকের জন্য খালি চেয়ার

বিএনপি’র অন্যান্য বিভাগীয় সমাবেশের মতো ঢাকার গণসমাবেশেও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আলাদা চেয়ার বরাদ্দ রাখা হয়েছে। সশরীরে বিএনপির এই দুই শীর্ষ ব্যক্তি উপস্থিত না থাকতে পারলেও তাদের ছবি চেয়ারে বসিয়ে প্রতীকী অতিথি বানানো হয়েছে। তাছাড়া অনুষ্ঠানে সশরীরে প্রধান অতিথি হিসেবে থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশরারফ হোসেন। আর এতে সভাপতিত্ব করছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান।

এর আগেও সারাদেশের মহানগরী ও শহরগুলোতে পর্যায়ক্রমে সমাবেশ করেছে বিএনপি। তবে অনেক বাধা-বিপত্তির পরে ঢাকা বিভাগীয় সমাবেশের অনুমতি পায় দলটি।

অনুমতি পাওয়ার অল্প সময়ের মধ্যে রাতেই মাঠে তৈরি করা হয়েছে সাদামাটা একটি মঞ্চ। এমনকি মঞ্চের ওপরে ছাদও দেওয়া হয়নি। এছাড়া স্টেজে বসানো হয়েছে একটি এলইডি স্ক্রিন। মঞ্চের সামনে ও মাঠের বিভিন্ন অংশে বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে উড়িয়ে দেওয়া হয়েছে বেলুন। 

u0997u09cbu09b2u09beu09aau09acu09beu0997 u09aeu09beu09a0u09c7 u09acu09bfu098fu09a8u09aau09bfu09b0 u09a2u09beu0995u09be u09acu09bfu09adu09beu0997u09c0u09df u09b8u09aeu09beu09acu09c7u09b6 (u099bu09acu09bf: u09a8u09beu09b8u09bfu09b0u09c1u09b2 u0987u09b8u09b2u09beu09ae)“}”>

এসব বেলুনের গায়ে নেতাদের ছবিসহ সংগঠনের নামে পোস্টার লাগানো হয়েছে। এছাড়া মাঠের চারপাশসহ সমাবেশ স্থল ও আশপাশের এলাকাতে সাঁটানো হয়েছে ব্যানার-ফেস্টুন।

গণসমাবেশ মঞ্চটিতে চার সারি সাদা কভার লাগানো চেয়ার দিয়ে সাজানো হয়েছে। মঞ্চের মধ্যখানে দুটি চেয়ারে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি রাখা হয়েছে। প্রতীকী প্রধান অতিথি বানানো হয়েছে তাদের। পরে কেন্দ্রীয় ও মহানগরীয় নেতারা পাশের চেয়ারে বসেন।

এ বিষয়ে কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, এই গণসমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে চান নেতাকর্মীরা। তারা বলেন, আমরা মনে করতে চাই না তারেক রহমান ও খালেদা জিয়া আমাদের মঞ্চে নেই। তারা সবসময় আমাদের সঙ্গেই আছেন। আমাদের মঞ্চে এই অবস্থান করছেন।  খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঢাকা মহানগরের এই গণসমাবেশ। এছাড়া তাদের ছবি মঞ্চে রাখায় উজ্জীবিত নেতাকর্মীরাও।

বিএনপি’র গণসমাবেশের মঞ্চের ব্যানারে বাম পাশে অবস্থান পেয়েছেন আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে মারা যাওয়া নেতাকর্মীদের ছবি।

আরও পড়ুন- 

পদত্যাগের ঘোষণা বিএনপির এমপিদের

সমাবেশকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের উচ্ছ্বাস

নীলক্ষেতে পথচারীদের মোবাইল চেক করছে ছাত্রলীগ

নয়াপল্টনে নাশকতার গোয়েন্দা তথ্য আছে: ডিএমপি

খালেদা জিয়ার হাত কালো নয়, সাদা: আফরোজা আব্বাস

নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা: পুলিশ 

ট্রেনে আসছেন বিএনপি নেতাকর্মীরাবার্তা সূত্র