India Canada Relations : আচমকা ভারত সফর বাতিল কানাডার বাণিজ্যমন্ত্রীর, নেপথ্যে কূটনৈতিক তিক্ততা?
বুধবার অর্থাৎ ২০ সেপ্টেম্বর ‘1 মিলিয়ন মার্চ 4 চিলড্রেন’ নামে একটি সংগঠনের ব্যানারে হাজার হাজার অভিভাবকরা পথে নামেন। গ্রেটার টরেন্টো ছাড়াও কানাডার একাধিক জায়াগায় পাঠ্যসূচির প্রতিবাদ সংগঠিত করা হয়েছিল মিছিল। শিক্ষার নাম করে এমন বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা যাবেনা প্রতিবাদ মিছিল থেকে ওঠে স্লোগান। সেই সঙ্গে দাবি ওঠে শিশুমনের সুরক্ষারও।
Canada India Relations : খালিস্তানি থেকে কৃষক বিক্ষোভ, ট্রুডোর অস্বস্তি আগেও বহুবার
প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারী নাথান ম্যাকমিলান নামে এক অভিভাবক জানিয়েছেন, যৌনতা বা লিঙ্গ সম্পর্কে কথোপকথন হওয়া উচিত অভিভাবক এবং তার সন্তানের মধ্যে। শিক্ষক এবং স্কুলকে এ থেকে দূরে থাকা উচিত বলে মনে করছেন তিনি। অন্যদিকে, সমপ্রেমীরা পালটা একটি মিছিলের ডাক দিয়েছিলেন বলে জানা যায়। এলজিবিকিউ শিশুদের সুরক্ষার দাবিতে মিছিল করে তাঁরা। এই প্রতিবাদীদের যুক্ত ছিল যে শিশুদের যৌনতা সম্পর্কে শেখার অধিকার রয়েছে। পিতামাতার জ্ঞান ছাড়াই তাদের পরিচয় পরিবর্তন করতে সক্ষম হওয়া উচিত বলে মনে করছেন তাঁরা।
ট্রুডোর ‘শিকার’ ভারতীয় কূটনীতিবিদ আদতে RAW প্রধান, দাবি আমেরিকার
বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভে কানাডার রাজপথ উত্তাল হলেও, জাস্টিন ট্রুডোর দেশে বেশ কয়েকটি এডুকেশন বোর্ড স্কুলের পাঠ্যসূচিতে যৌন শিক্ষাকে অন্তর্ভুক্ত করাকে সমর্থন জানিয়েছে। সেই সঙ্গে বোর্ডগুলি এলজিবিকিউ শিশুদের পাশে থাকার দিয়েছে বার্তা। লিঙ্গের পরিচয় ভিত্তি হেনস্থা কিংবা বিভাজন সমর্থনযোগ্য নয় বলেও বোর্ডগুলির তরফে জানানো হয়।
India Canada News : ‘জঙ্গিদের স্বর্গরাজ্য’, কানাডাকে পাকিস্তানের সঙ্গে এক সারিতে ফেলল ভারত
কানাডার পাশাপাশি আমেরিকাতেও অভিভাবকদের বিক্ষোভের ঘটনা ঘটেছে। স্কুলে পড়ানো বইগুলি সম্বন্ধে অভিভাবকদের অবহিত করা হচ্ছে না বলে অভিযোগ। আমেরিকার ম্যারিল্যান্ডে একাধিক স্কুলের অভিভাবকরা প্রতিবাদে পথে নামে। ডিয়ারবর্নের একাধিক স্কুলেও পাঠ্যসূচিতে হঠাৎ করে যৌন শিক্ষার বিষয় স্থান পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। এ নিয়ে পড়ুয়াদের মা-বাবারা আপত্তি জানালে পিছিয়ে আসে স্কুলগুলির কর্কৃপক্ষ। পরে পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হয় যৌন শিক্ষার বিষয়গুলি।