মালদহ: রং তুলি হাতে দেওয়ালে ময়ূরের চোখ ফোটাচ্ছেন বছর পঞ্চাশের আদিবাসী মহিলা। নিপুণ হাতে একের পর ময়ূর থেকে ফুলের ছবিতে রং করে সুন্দর করে ফুটিয়ে তুলছেন। তবে তিনি গৃহবধূ। কোথাও কোনও দিন ছবি আঁকা শেখেননি। শুধুমাত্র নিজের বাড়ির দেওয়াল সাজাতেই ছবি আঁকেন। মাটির দেওয়াল, তার উপর মাটি দিয়েই তৈরি বিভিন্ন চিত্র, পশু, পাখি থেকে গাছপালা। আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা প্রকৃতিপ্রেমী। তাঁরা আজও প্রকৃতির পুজো করেন। তাই তাঁদের বাড়িতেও সেই ছোঁয়া দেখা যায়।আদিবাসী গ্রামগুলিতে মাটির বাড়ি দেখা যায়।
বাড়িগুলি সুন্দর করে সাজানো গুছনো। বাড়ির দেওয়ালে সুন্দর সুন্দর হাতের কাজ মুগ্ধ করে সবাইকেই। এখনকার ইটের তৈরি বাড়ি হার মানবে আদিবাসীদের মাটির বাড়ির কাছে। আদিবাসীরা মূলত বাদনা উৎসবের আগেই তাঁদের বাড়ি সাজিয়ে তোলেন বিভিন্ন প্রকৃতির ছবির মধ্যে। মাটির দেওয়ালের উপর প্রথমে মাটি দিয়েই তৈরি করেন পশু পাখি থেকে গাছপালা ফুল ফলের ছবি। তারপর সেগুলিতে রং দেন।
আরও পড়ুন: চোরকে হাতেনাতে ধরে ‘জামাই আদর’, কারণ জানলে চমকে যাবেন! জলপাইগুড়িতে অবাক কাণ্ড
এই ভাবে বাড়ি সাজানো আদিবাসীদের সংস্কৃতির একটি অঙ্গ। মালদহের হবিবপুর ব্লব আদিবাসী অধ্যুষিত। এই ব্লকের জগজীবনপুর আদিবাসী গ্রামে বাদনা উৎসবের দিন কয়েক আগে এমনি এক ছবি ধড়া পড়ল। যা নজর কাড়তে বাধ্য। নিজের বাড়ির দেওয়ালে একের পর এক ছবি এঁকে চলেছেন মহিলা। তিনি কিন্তু কোন শিল্পী নন, শুধু মাত্র নিজের বাড়িতেই ছবি আঁকেন। কিন্তু তার হাতের কাজের কাছে হার মানবে বহু শিল্পী। আদিবাসী মহিলা অঞ্জলি টুডু বলেন, ‘আমি ২৫ বছর ধরে দেওয়ালে ছবি আঁকি। কোথাও শিখিনি কাজ। ছবি দেখে দেখে মাটি দিয়ে দেওয়ালে ফুল, থেকে পশু পাখি তৈরি করি। তারপর সেগুলির উপর রং দিই। আমাদের পাড়া প্রতিবেশীরা এই ভাবে করে থাকে। সেগুলি দেখেই আমি শিখেছি।এক সময় ছিলনা রং। তাই তখন লাল মাটি ও নীল দিয়ে দেওয়াল রং করতেন।’
আরও পড়ুন: মাধ্যমিক প্রশ্নপত্রেই লুকিয়ে থাকে বেশি নম্বর পাওয়ার টিপস! ভূগোলের সাজেশন রইল
এখন বাজারে বিভিন্ন রকমের রং মিলছে। সেগুলি দিয়েই বাড়িতে ছবি আঁকছেন। বর্তমানে আধুনিক হচ্ছে সমাজ। আদিবাসীদের মধ্যেও অনেকেই এখন আধুনিক সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলছেন। কিন্তু তাঁরা আজও তাঁদের সংস্কৃতি ঐতিহ্যকে আঁকড়ে ধরে রয়েছে। যুগযুগ ধরে চলে আসা পরম্পরা মেনে আসছেন অনেকেই। আদিবাসী গ্রামগুলিতে দেওয়ালের ছবি থেকে মাটির বাড়ির সৌন্দর্যের মধ্যেই লুকিয়ে রয়েছে তাঁদের সংস্কৃতি পরিচয়।
হরষিত সিংহ
আপনার শহর থেকে (মালদহ)
Published by:Raima Chakraborty
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda News, Tribal girl