Skip to content

ক্যাটরিনার বাদ দেওয়া যেসব সিনেমায় মোড় ঘুরেছে দীপিকার!

ক্যাটরিনার বাদ দেওয়া যেসব সিনেমায় মোড় ঘুরেছে দীপিকার!

বলিউডের দুই জননন্দিত অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাডুকোন। ক্যারিয়ারে একের পর এক হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তারা।

তবে যে সিনেমাগুলো দীপিকার সাফল্যের সিঁড়ির অন্যতম ধাপ হিসেবে প্রমাণিত হয়েছে, তার মধ্যে অনেকগুলো সিনেমার অফারই প্রথমে আসেনি দীপিকার কাছে। সেই সিনেমাগুলোর জন্য প্রথম পছন্দ ক্যাটরিনা কাইফ। দীপিকা ছিলেন দ্বিতীয় এমনকি তৃতীয় পছন্দ।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দীপিকার ক্যারিয়ারের সেরা চারটি সিনেমার অফার গিয়েছিল ক্যাটরিনার কাছে। কিন্তু চিত্রনাট্য পড়ে সিনেমাগুলো বাদ দেন তিনি। এরপরে সেই অফার যায় দীপিকার কাছে। চিত্রনাট্য পছন্দ হওয়ায় সিনেমারগুলোতে অভিনয় করতে রাজি হন দীপিকা। আর সেই সিনেমাগুলোই বক্সঅফিসে ব্লকবাস্টার হিট হয়।

ক্যাটরিনার বাদ দেওয়া সেই সিনেমাগুলো হলো-

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি: বলিউডের অন্যতম জনপ্রিয় এটি। দীপিকা পাডুকোনের সঙ্গে রণবীর কাপুরের রসায়নে মজেছিলেন দর্শক। তাদের মনে হয়েছিল, বানি আর নয়না যেন তাদেরই পাশের বাড়ির মেয়ে। কিন্তু অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমাতে নয়নার চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন ক্যাটরিনা। কিন্তু চিত্রনাট্য পড়ে তিনি এই সিনেমা বাতিল করায় অফার এসে যায় দীপিকার কাছে। আর বাকি গল্প সবারই জানা।

গোলিওঁ কী রাসলীলা-রামলীলা: শোনা যায়, এই সিনেমা থেকেই প্রেমের শুরু হয়েছিল রণবীর সিংহ ও দীপিকা পাডুকোনের। তাদের পর্দায় প্রথম একসঙ্গে দেখে দর্শক বুঝেছিল, এই দুই নায়ক নায়িকার প্রেম পর্দায় আগুন ছড়াতে পারে। সেই রসায়ন গড়িয়েছে বাস্তবেও। বিবাহ বন্ধনে বাঁধা পড়েছেন দীপিকা ও রণবীর। তবে যে সিনেমাতে ভর করে তাদের প্রেমের শুরু, সেই সিনেমার অফার প্রথমে গিয়েছিল ক্যাটরিনার কাছে। কিন্তু তিনি না করে দেন।

চেন্নাই এক্সপ্রেস: শাহরুখ খানের বিপরীতে দীপিকা পাডুকোনের এই অভিনয় বলিউডকে স্বাদ দিয়েছিল এক অনন্য রোমান্টিক কমেডির। বক্সঅফিসেও বেশ ভালো সাড়া ফেলেছিল সিনেমাটি। কিন্তু সিনেমার জন্যও প্রথম পছন্দ ছিলেন ক্যাটরিনা। কিন্তু তিনি বাতিল করে দেয়ায় অফার যায় দীপিকার কাছে।

বাজিরাও মাস্তানি: শোনা যায়, বাজিরাও মাস্তানি সিনেমাতে মাস্তানির ভূমিকায় অভিনয় করার কথা হয়েছিল ক্যাটরিনার। তবে তা পরিচালকের সিদ্ধান্ত ছিল না। সেসময় বাজিরাও-এর চরিত্রে অভিনয় করার কথা ছিল সালমান খানের। তিনিই মাস্তানি হিসেবে বলেছিলেন ক্যাটরিনার নাম। তবে পরিচালকের অপছন্দ হওয়ায় বাতিল হন ক্যাটরিনা। পরে সিনেমা থেকে সরে দাঁড়িয়েছিলেন সালমানও। তারপর নতুনভাবে কাস্টিং করা হয় রণবীর-দীপিকা জুটিকে।বার্তা সূত্র