১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর রাজনৈতিক ভূমিকা কী ছিল জানতে চেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য প্রসঙ্গে তিনি এই প্রশ্ন ছোড়েন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সিলেটের দক্ষিণ সুরমায় বিএনপি পরিবারের পক্ষ থেকে যুব এশিয়া কাপজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসে জিয়াউর রহমানের ভূমিকা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবি বলেন, পাঠ্যবইয়ে সংস্কার হয়েছে, এটি প্রশংসার যোগ্য। তবে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান উল্লেখ থাকা উচিত।
রিজভী বলেন, একটি ইসলামিক রাজনৈতিক দল নিজেদের ও সেনাবাহিনীকেই একমাত্র দেশপ্রেমিক বলে দাবি করে। কিন্তু তাদের প্রশ্ন করা উচিত, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কী ছিল? তারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন, কোন সেক্টর কমান্ডারের নেতৃত্বে যুদ্ধ করেছেন?
তিনি আরো বলেন, শোনা যাচ্ছে, আগামী এক বছরের মধ্যে শুধু জুলাই-আগস্টের ঘটনাগুলোর বিচার হবে। কিন্তু ইলিয়াস আলীর গুমসহ গত ১৫ বছরে গণতান্ত্রিক আন্দোলনে হত্যা-নির্যাতনের বিচার হবে না কেন?
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন।
উল্লেখ্য, জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি এক বক্তব্যে দাবি করেন, দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে—একটি সেনাবাহিনী এবং অন্যটি জামায়াতে ইসলামী। তিনি আওয়ামী লীগকে ক্ষমতার জন্য ষড়যন্ত্র এবং প্রাণহানির জন্য দায়ী করেন। এর প্রেক্ষিতে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।