Skip to content

কোন রাজ্যে সবচেয়ে বেশি খ্রিস্টানের বাস? তালিকায় বাংলা কত নম্বরে?

কোন রাজ্যে সবচেয়ে বেশি খ্রিস্টানের বাস? তালিকায় বাংলা কত নম্বরে?
বৈচিত্রের মধ্যে ঐক্যই ভারতের USP। সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সঙ্গেই একই এলাকা, একই গলিতে হইহই করে থাকেন অন্য ধর্মের মানুষরাও। প্রায় প্রতিটি রাজ্যেই দেখা যায় এই চিত্র। এ দেশে খ্রিস্টান নাগরিকের পরিসংখ্যান মোট জনসংখ্যার ২.৩ শতাংশ। যা দাঁড়ায় আনুমানিরক ২ কোটি ৮০ লাখ।

কোন রাজ্যে সবচেয়ে বেশি খ্রিস্টানের বাস?

২০১১ সালের জনগণনা অনুযায়ী, নাগাল্যান্ডে সবচেয়ে বেশি সংখ্যক খ্রিস্টান মানুষ বসবাস করেন। পরিসংখ্যান ৮৭.৯৩ শতাংশ। সংখ্যাটা প্রায় ২০ লাখ। (১৭ লাখ ৩৯ হাজার ৬৫১) এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর পূর্বেরই অপর রাজ্য মিজোরাম (৮৭.১৬ শতাংশ)। সেখানে মোট খ্রিস্টান ধর্মের মানুষের সংখ্যা ৯ লাখ ৫৬ হাজার ৩৩১। এমনকী, টপ ফাইভে স্থান করে নিয়েছে দেশের উত্তর পূর্ব ভারতের একের পর এক রাজ্য। তৃতীয় স্থানে রয়েছে মেঘালয় (৭৪.৫৯ শতাংশ)। এখানে খ্রিস্টান নাগরিকের সংখ্যা মোট ২২ লাখ ১৩ হাজার ২৭ জন। চতুর্থ স্থানে রয়েছে মণিপুর (৪১.২৯ শতাংশ)। সেখানে মোট ১১ লাখ ৭৯ হাজার ৪৩ জন খ্রিস্টানের বসবাস। এরপর পঞ্চম স্থানে রয়েছে অরুণাচল প্রদেশ (৩০.২৬ শতাংশ)। সেখানে মোট ৪ লাখ ১৮ হাজার ৭৩২ জন খ্রিস্টান নাগরিকের বাস।

খ্রিস্টান নাগরিকের জনসংখ্যার নিরিখে ষষ্ঠ স্থানে রয়েছে গোয়া (২৫.১০ শতাংশ), সপ্তমে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ (২১.২৮ শতাংশ), অষ্টম স্থানে কেরালা (১৮.৩৮ শতাংশ), নবমে সিকিম (৯.৯১ শতাংশ) এবং দশমে পুদুচেরী (৬.২৯ শতাংশ)।

বাংলায় কত শতাংশ খ্রিস্টান বাসিন্দা রয়েছে?

  • পশ্চিমবঙ্গে মোট ০.৭২ শতাংশ খ্রিস্টানের বসবাস। যা সংখ্যায় দাঁড়াচ্ছে ৬ লাখ ৫৮ হাজার ৬১৮ জন। খ্রিস্টান জনসংখ্যার তালিকায় বাংলার স্থান ২৫ নম্বরে।

এদিকে, জনগণনার তথ্য অনুযায়ী, লাক্ষাদ্বীপের মোট জনসংখ্যার ৯৭ শতংশ মুসলিম। এরপরেই রয়েছে জম্মু ও কাশ্মীর। সেখানে জনসংখ্যা ৬৮ শতাংশ মুসলিম বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বিজেপি শাসিত রাজ্য অসম। সেখানে জনসংখ্যার ৩৪ শতাংশ মুসলিম বসবাস করেন। এরপরেই রয়েছে পশ্চিমবঙ্গের স্থান। তৃণমূল শাসিত রাজ্যে ২৭ শতাংশ মুসলিম বসবাস করেন।

Muslim Population In India : কোন রাজ্যে সবচেয়ে বেশি মুসলিমের বাস? চমকে দেবে বাংলার পরিসংখ্যান
বাম শাসিত কেরালাতেও ২৭ শতাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। ষষ্ঠ স্থানে থাকা যোগী রাজ্য উত্তর প্রদেশে ১৯ শতাংশ এবং সপ্তম স্থানে থাকা বিহারে ১৭ শতাংশ মুসলিম বসবাস করেন। বর্তমান ভারতে মোট জনসংখ্যা প্রায় ১৪৩ কোটির বেশি।

বার্তা সূত্র