কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। এ ঘটনায় ওই প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ মার্চ) বিকেল থেকে দেবিদ্বার উপজেলার মাশিকাড়া উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ করেন।
এ সময় বিক্ষুব্ধ জনতা প্রধান শিক্ষক মোক্তল হোসেন ও তাঁর জামাতার ব্যবহৃত দুটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া একটি সিএনজিচালিত অটোরিকশা ও বিদ্যালয় শ্রেণিকক্ষের কিছু দরজা ভাঙচুর করা হয়।
রাত সাড়ে ৯টার দিকে দেবিদ্বার-বিপাড়া (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আমিরুল্লা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ঘটনাস্থলে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্য সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
রাত ৮টার দিকে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। এতে কয়েকজন পুলিশ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে এবং ১০-১২ জন গুরুতর আহত হন।
আহতদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষক মোক্তল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ওই ছাত্রীর সঙ্গে এ ঘটনা ঘটে বলে শিক্ষার্থী ও স্থানীয়রা জানিয়েছেন। বিকালে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী তাঁর বিরুদ্ধে প্রতিবাদ এবং তাঁকে প্রত্যাহারের দাবি জানান।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুনসহ বিদ্যালয়ের অন্য সদস্য, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। অন্যদিকে প্রধান শিক্ষকের পক্ষে কিছু লোক এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
শিক্ষার্থী নাঈম খন্দকার, মো. নাঈম ও জাহিদুল ইসলাম জানান, হামলায় অন্তত ২৫-৩০ জন শিক্ষার্থী আহত হয়েছে।
আহত শিক্ষার্থীদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা সবাই ওই স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী বলে তারা জানায়।
পুলিশ, এলাকাবাসী ও শিক্ষার্থীরা জানায়, মোক্তল হোসেন বিভিন্ন সময় ছাত্রীদের যৌন হয়রানি করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোক্তল হোসেন বলেন, ‘এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।
দেবিদ্বার-বিপাড়ার (সার্কেল) এএসপি ও দেবিদ্বার থানার ওসিকে মন্তব্যের জন্য বেশ কয়েকবার ফোন করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।