ঋতাভরীর শেয়ার করা ছবিটি ঘিরে একদিকে যেমন ভক্তদের পক্ষ থেকে প্রশংসা এসেছে, অপরদিকে ট্রোলের হাত থেকেও রেহাই পাননি অভিনেত্রী।
Abir Ritabhari Fatafati :আবির-ঋতাভরীর অনস্ক্রিন রোম্যান্স, প্রকাশ্যে ‘ফাটাফাটি’ ট্রেলার
পাতার আড়ালে পোজ দিয়ে ঋতাভরী চক্রবর্তীর তোলা নতুন ছবিটি দেখে, অনেকেই কিয়ারা আডবাণীর পোস্ট করা একটি পুরনো ছবির সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। সেই কারণে নেটিজেনের একাংশ ঋতাভরীকে ‘কিয়ারার সস্তা কপি’ বলে ট্রোলড করতেও ছাড়েনি। একজন আবার মজা করে লিখেছেন, “পাতা আবার ছাগল এসে না খেয়ে যায়।” অনেকে আবার ছাগল পাঠাবেন বলেও জানিয়েছেন। একজন লিখেছেন, “ভেজিটেবল রানী।” ঋতাভরী যদিও কমেন্টের কোনও জবাব দেননি।
Abir Chatterjee: ‘ম্যাঁয় নেহি তো কওন বে!’
মুক্তির অপেক্ষায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় প্রযোজিত ছবি ‘ফাটাফাটি’। ঋতাভরী চক্রবর্তী অভিনীত এই নতুন ছবিটি মুক্তি পাবে ১২ মে। অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায়, এই ছবিতে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন ঋতাভরী। ‘ফাটাফাটি’ তে ফুল্লরা ভাদুড়ির চরিত্রে অভিনয় করেছেন তিনি।
Fatafati Ritabhari Chakrabarty: মুক্তির অপেক্ষায় ‘ফাটাফাটি’-র প্রথম গান, প্রকাশ্য়ে টিজার
শুধুমাত্র ছিপছিপে চেহারা হলেই যে নামী মডেল হওয়া যায়, তা কিন্তু নয়। একজন স্বাস্থ্যবান মহিলাও লক্ষ্য স্থির রেখে, পারিপার্শ্বিক পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে, কিভাবে ফ্যাশান ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা মজবুত করে একজন প্লাস সাইজের মডেল হয়ে উঠেন, তাই দেখা যাবে এই ছবিতে। বডি শেমিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আসছে ‘ফাটাফাটি’।

বছর খানেক আগে, অস্ত্রপচারের পর ঋতাভরীর ওজন অনেকটাই বেড়ে গিয়েছিল। তখন অনেকের কাছেই কটাক্ষের শিকার হতে হয়েছে ঋতাভরীকে। অভিনেত্রীর এই চেহারাটাকেই নিজের ছবির কাজে লাগানোর চেষ্টা করেছিলেন অরিত্র মুখোপাধ্যায়। ফুল্লরার চরিত্রে অভিনয়ের জন্য ঋতাভরীকে ২৫ কেজি ওজন বাড়াতে হয়েছিল। ছবির শেষ মুহূর্তের প্রচারপর্বে এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন ঋতাভরী।
Abir Chatterjee: সুপুরুষ নায়করা না কি ভালো অভিনেতা হতে পারেন না! বডি শেমিংয়ের বিরুদ্ধে সোচ্চার আবির
ছবির প্রোমোশনের পাশাপাশি কয়েকদিন আগে পর্যন্ত ঋতাভরীর ব্যক্তিগত জীবন নিয়েও কম কাটাছেড়া চলেনি। অভিনেত্রী তাঁর প্রেমিক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে আছেন কিনা, সেই বিষয় কম চর্চা হয়নি। বির্তক থামাতে মুখ খুলেছিলেন তথাগত। তিনি সকলের কাছে দুজনকে একা ছাড়ার অনুরোধ জানিয়েছিলেন।