Skip to content

কিছুক্ষনের অপেক্ষা! শুরু হবে ঝড়-বৃষ্টির তুমুল তাণ্ডব, এই ৫ জেলায় লাল সতর্কতা: আবহাওয়ার খবর

anubrata sukanya

বাংলা হান্ট ডেস্ক: বঙ্গে বর্ষা এলেও দক্ষিণবঙ্গের চিত্রটা একেবারেই ভিন্ন। ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather department) সূত্রে খবর, আগামী শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বিক্ষিপ্তভাবে বৃ্ষ্টি হতে পারে। বহাল থাকবে আদ্রতাজনিত অস্বস্তি।

ওদিকে উত্তরে তুমুল বর্ষণ! হাওয়া দফতর (Alipore weather department) জানিয়েছে, আগামী তিন-চার দিন উত্তরবঙ্গের (North Bengal) উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। বেশ কিছু জায়গায় ভারী এবং অতি ভারী বৃষ্টি হবে। গতকাল ভোট গণনার দিনও বৃষ্টি হয়েছিল উত্তরবঙ্গের একাধিক জায়গায়। আজও সেই সম্ভাবনা রয়েছে।

উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে লাল সতর্কতা (Red Alert) জারি থাকবে। অন্যদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার-এই পাঁচ জেলায় আগামী ২৪ ঘণ্টা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে পরবর্তী তিন দিন এই পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।

আরও পড়ুন : আপনার এলাকায় কেমন থাকবে আবহাওয়া ? কি বলছে আবহাওয়া দপ্তর 

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চিত্রটা যদিও ভিন্ন। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও হতে পারে। যদিও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আজকের পর সেই পরিমানও কমতে শুরু করবে। আপাতত ৩-৪ দিন বৃষ্টির দেখা মিলবে না বললেই চলে।

আরও পড়ুন : আজ কেমন কাটবে আপনার দিন, জানুন আজকের রাশিফল 

অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal) উপরের ৫ টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার জেরে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি হল উত্তরের একাধিক জায়গায়। উত্তরের মালদা ও দুই দিনাজপুরেও হালকা বৃষ্টি হবে বলে পূর্বাভাস। পাহাড়েও জারি সতর্কতা।

আজ কলতকাতা ও আশেপাশের অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ থেকে ৩৫ ডিগ্রির মাঝে। দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে পূর্বাভাস। তবে সপ্তাহের শেষে তাপ কিছুটা কমার পূর্বাভাস।

সংবাদ সূত্র