Skip to content

কাশিমপুর কারাগারে ডিভিশন পাচ্ছেন পরীমনি

দুই দফা রিমান্ড শেষে মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিকে আদালতে নেওয়া হলে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় ঢাকার একটি আদালত। সেই নির্দেশে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। কারাবিধি অনুযায়ী সেখানে তাকে ডিভিশন দেওয়া হবে।

আজ শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যার পর পরীমনিকে বহনকারী প্রিজনভ্যানটি কাশিমপুর কারাগারে প্রবেশ করে।

এর আগে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় পরীমনির জামিন আবেদন নাকচ করে আদালত।

পরীমনির অন্যতম আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর এক আবেদনের ওপর ভিত্তি করে তাকে ডিভিশন দেওয়ার আদেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, যেহেতু আসামি একজন চিত্রনায়িকা ও শিল্পী, সাধারণ হাজতির সঙ্গে বসবাস করা তার ক্ষতির কারণ হতে পারে। এ কারণে কারাবিধি মেনে কারা কর্তৃপক্ষকে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হলো। পরীমনির আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত গত ৫ আগস্ট পরীমনিকে বনানী থানার মাদক মামলায় চারদিন ও ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুদিনের রিমান্ডে পাঠান আদালত।

এরআগে গত ৪ আগস্ট বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়।

ওইদিন রাতেই সোয়া আটটার দিকে বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।