Skip to content

কাদের মির্জার হরতাল ও ঢাকায় সংবাদ সম্মেলন প্রত্যাহার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকা আগামী রোববারের আধাবেলা হরতাল প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার বিকালে আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশে এ হরতাল প্রত্যাহার করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে বহিষ্কার, অপরাজনীতি, টেন্ডারবাজি, চাকরি বাণিজ্যসহ বিভিন্ন দাবিতে এ হরতালের ডাক দিয়েছিলেন কাদের মির্জা। এর আগে ২৫ জানুয়ারি সোমবার সন্ধ্যায় রূপালী চত্বরে সংবাদ সম্মেলনে তিনি আধাবেলা হরতালের ডাক দিয়েছিলেন। এ সময় তিনি ঢাকায় সংবাদ সম্মেলন করার ঘোষণাও দিয়েছিলেন।