Skip to content

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত সিরিজের লাইভ স্ট্রিমিংও এবার জিও সিনেমায়

Jio Cinema
Jio Cinema. ( Image Source: Twitter )

আইপিএলে বিপুল সারা পেয়েছে জিও সিনেমা অ্যাপ। ক্যাশরিচ লিগের পর এবার আন্তর্জাতিক ম্যাচও দেখা যাবে জিও সিনেমা অ্যাপে। আগামী ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দীর্ঘ সিরিজে খেলতে নামছে ভারতীয় দল। সেই সিরিজেরও লাইভ স্ট্রিমিং দেখা যাবে এবার জিও সিনেমা অ্যাপে। সেখানেও কোনওরকম টাকা লাগবে না ক্রিকেট সমর্থকদের। আইপিএলের মতো ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত সিরিজও এবার সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে জিও সিনেমা অ্যাপে। শুধু তাই নয় যেকোনও মোবাইল কানেক্সনেই দেখা যাবে এই সিরিজও।

গামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হবে ভারতীয় দলের। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হারের ২৪ ঘন্টার মধ্যেই ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচী ঘোষণা করেছে বিসিসিআই। আগামী ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যাত্রা সুরু করবে টিম ইন্ডিয়া। দুটো টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। সেখানেই লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপে।

১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে ভারত

গতবছর ফুটবল বিশ্বকাপের লাইভ স্ট্রিমিংয়ের সত্ত্ব নিয়েছিল জিও সিনেমা অ্যাপ। সেখানেই বিরাট সাড়া পেয়েছিল তারা। এরপর আইপিএলের মঞ্চেও লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্ব পেয়েছিল জিও সিনেমা অ্যাপ। সেখানেই রেকর্ড সংখ্যক মানুষ নজর রেখেছিলেন। সম্পূর্ণ বিনামূল্যেই আইপিএল দেখার ব্যবস্থা করেছিল জিও সিনেমা অ্যাপ। এবার ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত সিরিজও সম্পূর্ণ বিনামূল্যে লাইভ স্ট্রিমিং করতে চলেছে জিও সিনেমা অ্যাপ। এই খবর যে  ক্রিকেট অনুরাগীদের কাছে অ্ন্যতম একটা খুশির খবর তা বলার অপেক্ষা রাখে না।

জিও সিনেমার তরফে জানানো হয়েছে, “জিও সিনেমা সম্প্রতি লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে যে মাত্রায় পৌঁছেছে তা অনস্বীকার্য। টেকনোলজির দক্ষতার বাউন্ডারিকে মরা অনেক দূরে নিয়ে গিয়েছি খেলার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে অন্যতম সেরা অভিজ্ঞতা এনে দিতে পেরেছি। ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত সিরিজেও মরা এক বিশ্বমানের প্রেজেন্টেশন দেব”।

আইপিএলের ফাইনালে গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে জিও সিনেমায় ৩.২০ কোটি লোক নজর রেখেছিলেন।  এই মুহূর্তে যেটা বিশ্বের সর্বোচ্চ। সেইসঙ্গে এই প্রথমবার কোনও দ্বিপাক্ষিক সিরিজ সাতটি ভাষায় কমেন্ট্রি শোনা যাবে। ইংলিশ, হিন্দি, ভোজপুরি, তামিল, তেলেগু. পঞ্জাবি এবং কানাড়া ভাষায় শোনা যাবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত সিরিজের কমেন্ট্রি।

বার্তা সূত্র