নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্যের অভিযোগে বক্তাসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে তাদের বিচারিক আদালতে পাঠানো হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে বড় রাজাপুর গ্রামের সিদ্দিকীয়া নূরানী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল চলাকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ধর্মীয় বক্তা ও কবিরহাট উপজেলার সাদুল্ল্যাপুর গ্রামের আমিন উল্যার ছেলে মাওলানা ইউনুস (৩৭), বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের আবুল বাশারের ছেলে ইমরান হোসেন রাজু (২২)।
আজ বৃহস্পতিবার (১১ফেব্রুয়ারি) সকালে আটককৃত দুইজনকে ৫৪ধারায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাদী হয়ে আটক দুইজনসহ পাঁচজনকে আসামি করে একটি অভিযোগ দেয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বক্তাসহ দুইজনকে আটক করে। সংবাদ পেয়ে পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে থানায় জিডি মূলে তাদেরকে ৫৪ধারায় আদালতে পাঠানো হয়েছে।