নেপালের এক শেরপা রেকর্ড ২৭ বারের মতো মাউন্ট এভারেস্টে আরোহণ করেছেন এবং তার আগের নিজের রেকর্ড ভেঙেছেন বলে এক সরকারি কর্মকর্তা ও তার হাইকিং কোম্পানি জানিয়েছে।
৫৩ বছর বয়সী কামি রিতা শেরপা ৮,৮৪৯ মিটার (২৯,০৩২ ফুট) উচ্চতার এই পর্বতশৃঙ্গে আরোহণ করেন।
ঐ পর্বতের নেপালি নাম উল্লেখ করে পর্যটন বিভাগের কর্মকর্তা বিগিয়ান কৈরালা বলেন, “হ্যাঁ, কামি রিতা ২৭ তম বারের মতো সাগরমাথায় আরোহণ করেছেন।”
হিমালয়ান গাইডস কোম্পানির ঈশ্বরী পাউডেল জানিয়েছেন, ৪৯ বছর বয়সী ব্রিটিশ পর্বতারোহী কেন্টন কুল বুধবার ১৭বারের মত এভারেস্টে আরোহণ করেন। পাউডেল বলেন, “নিজের ব্যক্তিগত ক্লায়েন্টকে গাইড করার পর কুল এখন নেমে আসছেন।“
সেভেন সামিট ট্রেকসের জেনারেল ম্যানেজার থানেশ্বর গুরাগাই জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় তিনি বিদেশি পর্বতারোহীর সঙ্গে চূড়ায় পৌঁছান। তিনি আরও বলেন, “আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। এখন পর্যন্ত ১০০% নিশ্চিত যে কামি রিতা ২৭ তম বারের মতো আরোহণ করেছেন, “গুরাগাই বলেন।
কামি রিতা, ১৯৯৪ সালে প্রথমবারের মতো এভারেস্টে আরোহণ করেছিলেন । তারপর থেকে ২০১৪, ২০১৫ এবং ২০২০ সাল ব্যতীত প্রায় প্রতি বছর এভারেস্টে আরোহণ করেছেন। বিভিন্ন কারণে এই তিনটি বছর পর্বতারোহণ বন্ধ ছিল।
যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাডিসন মাউন্টেনিয়ারিং কোম্পানির গ্যারেট ম্যাডিসন, ১২ বার এভারেস্টে আরোহণ করেছেন, যার মধ্যে পাঁচটি কামি রিতার সাথে। তিনি তাকে “খুব শক্তিশালী পর্বতারোহী” হিসাবে বর্ণনা করেছেন।
রয়টার্সকে তিনি জানান, স্থানীয় পর্বতারোহীদের এভারেস্টের সীমানা অতিক্রম করাটা ভীষণ অনুপ্রেরনাদায়ক।
কামি রিতার কোম্পানি এক বিবৃতিতে বলেছে, তিনি পর্বতারোহণের জন্য তার জীবন উৎসর্গ করেছেন এবং বিশ্বের সর্বোচ্চ এই শৃঙ্গের সমার্থক হয়ে উঠেছেন।
শেরপারা তাদের পর্বতারোহণ দক্ষতার জন্য সুপরিচিত । অনেকে এভারেস্ট এবং অন্যান্য পর্বতে বিদেশী ক্লায়েন্টদের গাইড হিসেবে জীবিকা নির্বাহ করেন।