যে পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে তাতে দেখা যাচ্ছে , একটি জবা ফুলের ছবি আর তাতে জ্বলছে আগুন। এটা দেখেই বোঝা যাচ্ছে, সিনেমাটির ছবি হবে থ্রিলার ভিত্তিক। মার্চ মাসের ১৫ তারিখ থেকে আসন্ন সিনেমার শুটিং শুরু হবে।
News
lekhaka-Paramita das
- |
শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা দাসের পরের সিনেমায় জুটি বাধতে চলেছেন আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। এই খবর প্রায় অনেকদিন ধরেই জেনেছেন অনুগামীরা। তবে এবার প্রকাশ্যে এল সিনেমার নাম থেকে ছবির প্রথম পোস্টার ।আসন্ন ছবির নাম ‘রক্তবীজ’।

এই সিনেমায় মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় ছাড়াও অভিনয়ের তালিকায় রয়েছেন অনুসুয়া মজুমদার, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, অম্বরিশ ভট্টাচার্য, দেবাশীষ মন্ডল-সহ অন্যান্যদের।
যে পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে তাতে দেখা যাচ্ছে , একটি জবা ফুলের ছবি আর তাতে জ্বলছে আগুন। এটা দেখেই বোঝা যাচ্ছে, সিনেমাটির ছবি হবে থ্রিলার ভিত্তিক। মার্চ মাসের ১৫ তারিখ থেকে আসন্ন সিনেমার শুটিং শুরু হবে। কলকাতা, বোলপুর সহ তার আশেপাশের অঞ্চলেই হবে এই সিনেমার শুটিং। পূজোর সময় মুক্তি পাবার কথা রয়েছে এই সিনেমাটি, ছবিটি কেমন হবে তা জানতে হলে আপনাকে দেখতে হবে আসন্ন সিনেমাটি।
অপরদিকে, বাঘাযতীন হিসাবে যে দেবের আবির্ভাব হবে তা আমরা সকলেই জানি। সিনেমার লুকও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সিনেমার শুটিং শুরু হয়ে গিয়েছে, সেই ছবিই তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। বাঘাযতীন সিনেমার শুটিং শুরু হয়েছে। এখন এই ছবির জন্য কিন্তু ছবিটির পুরো টিম ওড়িশায় উপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, পরিচালক শুভ্রজিৎ মিত্র এর আগেও সিনেমা পরিচালনার দায়িত্বে ছিলেন। ‘অভিযাত্রিক’ সিনেমার মতো সিনেমা পরিচালনা করে সকলকে অবাক করে দিয়েছিলেন। দেবী চৌধুরানী সিনেমায় অভিনয় করতে দেখা যাবে টলিউডের তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের। মধ্যেই নাম রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। এই সিনেমায় দেবী চৌধুরানীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে আর ভবানী পাঠকের ভূমিকায় দেখা মিলবে বুম্বাদার।
তবে শোনা যাচ্ছে, অভিনেতা এখন পর্যন্ত কোন রকম চুক্তিপত্রে সই করেনি। তবে চিত্র নাট্যটি তিনি পড়েছেন, যা খুব পছন্দ হয়েছে তার। বর্তমানে কাজের জন্য বাইরে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ফিরে এসে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন তিনি। তবে এখনই পরিচালক এ বিষয়ে মুখ খুলতে রাজি নন। সিনেমাটি একটি ভাষায় নয় ছয়টি ভাষায় মুক্তি পাবে বলে জানা গিয়েছে।
Oneindia এর ব্রেকিং নিউজের জন্য . সারাদিন ব্যাপী চটজলদপান.
Allow Notifications
You have already subscribed
English summary
new bengali movie raktabeej is coming who will act in this cinema