Skip to content

এখনও যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কেমন আছেন মুখ্যমন্ত্রী?

এখনও যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কেমন আছেন মুখ্যমন্ত্রী?

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ একুশের মতো গুরুতর আঘাত না হলেও, তেমন হালকাও নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত। হেলিকপ্টার বিপত্তিতে শরীরের বাঁ দিকে বড় ধরনের চোট পেয়েছেন তিনি। আগের থেকে একটু ভাল থাকলেও, এখনও যন্ত্রণায় বেশ কষ্ট পাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁটাচলা করলেই যন্ত্রণা হচ্ছে তাঁর।

গত মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের সভা শেষ করে ফেরার মুখেই বিপত্তি ঘটে।  প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার পড়ে প্রাকৃতিক দুর্যোগের মুখে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার জন্য তিনি বিমানে চেপেছিলেন। কিন্তু জলপাইগুড়ি থেকে আকাশে ওড়ার পরেই দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। তাই বিপদ এড়াতে জরুরি অবতরণ করা হয়! অল্পের জন্য বিপদ থেকে রক্ষা মেলে। আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাননি পাইলট। সেই কারণেই দুর্যোগ এড়াতে জরুরি অবতরণ করেন। পাইলট বড় কোনও বিপত্তি এড়াতে বাগডোগরার বদলে অভিমুখ ঘুরিয়ে সেবকে বায়ুসেনার ঘাঁটিতে কপ্টারের জরুরি অবতরণ করিয়েছিলেন। এরপরই খবর আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত লাগার।

জানা যায়, জরুরি অবতরণের কারণে কপ্টার থেকে লাফিয়ে নামতে গিয়ে কোমরে এবং পায়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ওখানেই প্রাথমিক শুশ্রূষা করিয়ে, তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। তাঁর বিমান অবতরণ করতেই চোট কতোটা গুরুতর তা জানতে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম হাসপাতালে। সেখানে যাবতীয় পরীক্ষার পর হাসপাতালের তরফে জানানো হয় যে, মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের হাঁটুতে এবং কোমরে হিপ জয়েন্টের লিগামেন্টে বড় ধরনের চোট লেগেছে। সেই অনুযায়ী তাঁর চিকিৎসাও শুরু হয়।

হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। তবে, মুখ্যমন্ত্রী তাতে রাজি হননি। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে থেকে চিকিৎসা করানোর ও বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর বুধবার সন্ধেয় চিকিৎসকদের দল মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করেন। সঙ্গে ছিলেন ফিজিওথেরাপিস্ট। ২ ঘণ্টার ফিজিওথেরাপি সেশন দেওয়া হয় তাঁকে। আগের থেকে তিনি একটু ভাল আছেন বলেই জানা গিয়েছে। তবে, নড়াচড়া করলে এখনও যন্ত্রণা হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ মেনে ওষুধ খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, আপাতত মুখ্যমন্ত্রীর এই ফিজিওথেরাপি সেশন চলবে।



সংবাদ সূত্র