Skip to content

‘এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি’ শীর্ষক স্লোগান সম্বলিত প্রচারিত এই ভিডিওটি এডিটেড

'এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি' শীর্ষক স্লোগান সম্বলিত প্রচারিত এই ভিডিওটি এডিটেড

সম্প্রতি, ‘এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি’ শীর্ষক শীরোনামে এক তরুণীর নেতৃত্বে এক দল তরুণীর স্লোগানের একটি ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ)

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ)।

ভিডিওতে যা বলতে শোনা যাচ্ছে

‘ভেঙ্গে দাও- গুড়িয়ে দাও, ভোট ডাকাতদের আস্তানা, ভেঙ্গে দাও- গুড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা, ভেঙ্গে দাও- গুড়িয়ে দাও, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি। হাসিনা তুই এখন যাবি, এক দফা এক দাবি।’

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি’ শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটি এডিটেড। প্রকৃতপক্ষে ইন্টারনেট থেকে সংগৃহীত ভিন্ন একটি ভিডিও থেকে অডিও যুক্ত করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় উক্ত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

ভিডিও যাচাই

ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে জাতীয় দৈনিক ‘সমকাল’ এর ফেসবুক পেজে গত ১ সেপ্টেম্বর “ছাত্র সমাবেশে ইডেন কলেজ শাখা ছাত্রলীগ নেত্রীদের মিছিল-স্লোগান” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

ভিডিওতে ইডেন মহিলা শাখা ছাত্রলীগ কর্মীদের “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইডেন কলেজ ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব। ইডেন কলেজের মাটি, ছাত্রলীগের ঘাঁটি। … কোনো নেত্রী আছে? আছে। কোন সে নেত্রী? শেখ হাসিনা, শেখ হাসিনা। ইডেন কলেজ, শেখ হাসিনা। শেখ হাসিনা, ইডেন কলেজ। বার বার দরকার, শেখ হাসিনা সরকার। উন্নয়নের সরকার, বার বার দরকার। মেট্রোরেলের সরকার, বার বার দরকার।” শীর্ষক স্লোগান দিতে শোনা যায়। 

সমকালের উক্ত ভিডিওর সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর ওয়েবসাইটে গত ০১ সেপ্টেম্বর “সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ আজ, চলছে নেতাকর্মীদের স্লোগান” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ১ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগ কর্তক ছাত্রসমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

অডিও যাচাই

এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটির অডিও অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে ‘ঝরনা চৌধুরী’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৬ আগস্ট প্রকাশিত ভিডিওর অডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির অডিওর মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায় এটি বিএনপি কর্তৃক আওয়ামী লীগের বিপক্ষে আন্দোলনের ভিডিও। উক্ত ভিডিওর ১ থেকে ১৮ সেকেন্ড পর্যন্ত এক তরুণীর নেতৃত্ব একদল নেতা-কর্মীকে স্লোগান দিতে দেখা যায়। স্লোগানে বলতে শোনা যায়, “ভেঙ্গে দাও- গুড়িয়ে দাও, ভোট ডাকাতদের আস্তানা, ভেঙ্গে দাও- গুড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা, ভেঙ্গে দাও- গুড়িয়ে দাও,। এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি। হাসিনা তুই এখন যাবি, এক দফা এক দাবি।”

অর্থাৎ, গত ১ সেপ্টেম্বর সমকালের ফেসবুক পেজে প্রচারিত বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ছাত্রসমাবেশে ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগ কর্মীদের স্লোগানের ভিডিও সংগ্রহ করে বিএনপি কর্তৃক আওয়ামী লীগের বিপক্ষে আন্দোলনের স্লোগানের পুরোনো একটি ভিডিওর অডিও অংশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওতে জুড়ে দেওয়া হয়েছে।

মূলত, গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ছাত্রসমাবেশে ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগ কর্মীদের শেখ হাসিনা সরকারকে সমর্থন জানিয়ে দেওয়া স্লোগানের অডিও আওয়ামী লীগের বিপক্ষে বিএনপির আন্দোলনে দেওয়া স্লোগানে বিএনপির নেতা কর্মীদের “এক দফা এক দাবি হাসিনা তুই এখন যাবি, এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি?” শীর্ষক স্লোগানের অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, পূর্বে ছাত্রলীগ নেত্রীদের স্লোগান বিকৃত করে প্রচার করা হলে বিষয়টি শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। প্রতিবেদনটি দেখুন-

সুতরাং, ‘এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি’ শীর্ষক স্লোগান শিরোনামে  সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই ভিডিওটি সম্পূর্ণ এডিটেড বা বিকৃত।

তথ্যসূত্র

বার্তা সূত্র