Skip to content

এই বাংলাদেশ যেন তছনছ হওয়া ভাঙা তরী

এই বাংলাদেশ যেন তছনছ হওয়া ভাঙা তরী



সাকিব আল হাসান। ছবি : এএফপি

“>



সাকিব আল হাসান। ছবি : এএফপি

সেমিফাইনালে চোখ রেখে বিশ্বকাপের দেশে এসেছিল বাংলাদেশ। কিন্তু সেই স্বপ্ন পূরণ তো বহুদূরে। টানা হারে বরং অস্তিত্ব নিয়ে টানাটানি বাংলাদেশের। সবশেষ ধাক্কা নেদারল্যান্ডসের বিপক্ষে হার। যেই ম্যাচটি শতভাগ জয়ের আশা ছিল সেই ম্যাচে দাঁড়াতেই পারল না বাংলাদেশ।

গত রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে নিজেদের বিদায় নিশ্চিত করেছে বাংলাদেশ। ওমন হারের সবার চোখেমুখে হতাশা। ম্যাচ পরবর্তী সংবাদমাধ্যমে কে আসবেন সেটাই ছিল বড় কৌতুহল। অবশেষে সেই কৌতূহল মেটালেন সাকিব আল হাসান। দলের ব্যর্থতার দায় নিতে হাজির হলেন সংবাদ সম্মেলনে।

অন্যদিনের মতো আজ সাকিবের মুখেও নেই কোনো চাঞ্চল্য। চারদিক থেকে যে প্রশ্নের বান ছুটল তা কোনোমতে সামাল দিয়ে বের হয়ে গেলেন নীরবে। যাওয়ার আগে শুনিয়ে গেলেন, যেই অবস্থায় আছেন তার থেকে বের হওয়া খুব কঠিন তবে চেষ্টা করবেন তারা।

সাকিবের উত্তর ছিল এমন, ‘আসলে সত্যি কথা বলতে খুবই কঠিন এখান থেকে ঘুরে দাঁড়ানো। যেহেতু তিন ম্যাচ আছে, সুযোগ এখনও আছে আমাদের। যেটা বললাম যে খুবই কঠিন। তবে চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া তো আমাদের আসলে এখন আর কিছু করার নেই। আজকের দিনটা যদি আমরা ভুলে যেতে পারি এবং সামনের ম্যাচে ফোকাস করতে পারি, তাহলে ভালো হবে। খুবই কঠিন সেই জিনিসটা করা। কারণ যে পরিস্থিতিতে আমরা আছি, সেখান থেকে ফিরে আসা খুব কঠিন।’

সাকিবের মুখে সুযোগ শব্দটি শুনে কিছুটা অবাক উপস্থিত থাকা সংবাদকর্মীরা। কারণ, শেষ চারের তো কোনো সুযোগই আর নেই বাংলাদেশের সামনে। তাই পাল্টা প্রশ্ন কোন সুযোগের কথা বললেন অধিনায়ক?

সাকিবের উত্তর, ‘সেমিফাইনালের সম্ভাবনা নয়, অন্তত আরেকটু ভালো করা। ধরুন, র‌্যাঙ্কিংয়ে আটের ভেতর থাকতে হবে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হয়। সেই জায়গা থেকেও এখনও তিনটি ম্যাচ আছে। যদিও আগেই বললাম, এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। তব খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত তো কিছু বলা সম্ভব নয়। আমাদেরকে চেষ্টা করতেই হবে এবং এই ১৫ জনকেই চেষ্টা করতে হবে যেন কিছু বদল করতে পারি। আবারও বলছি, এটা কঠিন। তবে চেষ্টা করা ছাড়া আর উপায় নেই।’

বিশ্বকাপের আগে নানা বিতর্ক, নানা হুংকার- কিছুই আসলে ধোপে টেকেনি। নিজেদের প্রিয় ফরম্যাটে পারফর্ম করার বদলে সাকিবরা চরম বিবর্ণ। হতাশার চরম নজির দেখিয়ে নিজেরাই মেনে নিলেন-এবারের বিশ্বকাপ হয়ত নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ! আসলেই তো তাই। ২০০৩ সালে কেনিয়াসহ আসরের সব ম্যাচ হারলেও বাংলাদেশের জন্য এবারের বিশ্বকাপ স্বরণকালের সবচেয়ে বাজে! রং ছড়ানোর আসরে বাংলাদেশ যেন ঝড়ে তছনছ হওয়া এক ভাঙা তরী।



বার্তা সূত্র