Skip to content

উপজাতি নারীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত ছাত্রলীগ নেতা গ্রেফতার

উপজাতি নারীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত ছাত্রলীগ নেতা গ্রেফতার

গারো কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।

পাহাড়ি গারো নারী শেরপুর সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং কাংশা ইউনিয়নের বড় গজনী গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী কলেজ শিক্ষার্থী জানায়, গত শনিবার ঈদের দিন রাতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন তাদের বাড়িতে আসে এবং তার বাবা মা সাথে ঘরে বসে। এসময় আমি (কলেজ পড়ুয়া শিক্ষার্থী) বাড়ির ওঠানে মুঠোফোনে ফেসবুক চালাচ্ছিলাম। এসময় ছাত্রলীগ নেতা শাওন হঠাৎ ঘর থেকে বের হয়ে পিছন দিক থেকে আমাকে জড়িয়ে ধরে পাশের জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার জন্য মুখ চেপে ধরে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গাতে হাত দেয় ও অনেক ধস্তাধস্তি করে। একর্পযায়ে আর্তচিৎকারে মা বাবা ঘর থেকে বের হলে শাওন আমাকে ছেড়ে দিয়ে দৌড়ে পালায় এবং দেখে নিবে বলে শাসায়।

এঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, সেদিন আমার মেয়ের চিৎকারে ঘর থেকে বের হয়ে শাওনের হাত থেকে মেয়েকে রক্ষা করি। উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছি।

উপজেলা ট্রাইবাল ওয়লেফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকসী বলেন, গত শনিবার রাতে ছাত্রলীগ নেতা শাওন তার মেয়েকে মুখ চেপে ধরে বাড়ির পাশের জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার জন্য ধস্তাধস্তি করেছে বলে ভুক্তভোগী শিক্ষার্থীর মা অভিযোগ করেছেন। পরদিন সকালে সকালে ওই শিক্ষার্থী আমাকে নিজে জানালে আমি থানায় অভিযোগ দেওয়ার ব্যবস্থা করেছি এবং শাওনকে পুলিশ গ্রেফতার করেছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

এবিষয়ে ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভুঁইয়া সত্যতা নিশ্চিত করে বলেন, গারো আদিবাসি কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার একটি অভিযোগের ভিত্তিতে বাকাকুড়া এলাকা থেকে অভিযুক্ত ছাত্রলীগ নেতা শাওনকে গ্রেফতার করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম ওয়ারেজ নাঈম বলেন, অপরাধী যেই হোক আমি তার শাস্তি কামনা করছি। অপরাধীর কোন দল নেই।

তিনি বলেন, যেহেতু জেলা ছাত্রলীগের কমিটি নেই, তাই জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে জানিয়ে যথাযত ব্যবস্থা নেওয়া হবে।


প্রবাসীরদিগন্ত/ই

বার্তা সূত্র