Skip to content

উদ্বোধনে বড় চমক, অরিজিৎ সিংয়ের গানে IPL-এ খেলা হবে

উদ্বোধনে বড় চমক, অরিজিৎ সিংয়ের গানে IPL-এ খেলা হবে
অরিজিৎ সিংয়ের (Arijit Singh) গানের সুর ধরেই উদ্বোধন হতে চলেছে ২০২৩ আইপিএল (IPL 2023) টুর্নামেন্টের। আগামী ৩১ মার্চ অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে ইতিমধ্যেই অরিজিৎ সিংয়ের একপ্রস্থ কথাবার্তা হয়ে গিয়েছে। যদি সবকিছু পরিকল্পনামাফিক চলে, তাহলে এই উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণ যে অরিজিৎ হতে চলেছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আর্থিক আভিজাত্যপূর্ণ এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আগামী ৩১ মার্চ শুরু হতে চলেছে। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৪ বারের IPL চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্যাচটা অহমেদাবাদে আয়োজন করা হচ্ছে।

গতবার এই আইপিএল টুর্নামেন্ট মুম্বই, পুনে এবং অহমেদাবাদে আয়োজন করা হয়েছিল। তবে আইপিএল টুর্নামেন্টের এই ষোড়শ মরশুম হোম এবং অ্যাওয়ে ফরম্য়াটে আয়োজন করা হচ্ছে। এবারের টুর্নামেন্টে প্রত্যেকটা দলই সাতটা করে হোম ম্যাচ এবং সাতটা করে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে।

এবারের টুর্নামেন্টে লিগ পর্যায়ে মোট ৭০টি ম্যাচ খেলা হবে। ৫২ দিন ধরে ১২টি ভেন্যু জুড়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হবে।

২০২৩ সালের ১ এপ্রিল এই টুর্নামেন্টের প্রথম ডাবল হেডার ম্যাচের আয়োজন করা হচ্ছে। প্রথম ম্য়াচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে পঞ্জাব কিংস। এই ম্যাচটি মোহালিতে আয়োজন করা হবে। আর দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টস মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালসের। এটা আবার লখনউয়ের হোম ম্যাচ।

এবারের টুর্নামেন্টে মোট ১৮টি ডাবল হেডার হতে চলেছে। সেক্ষেত্রে প্রথম ম্যাচটা ভারতীয় সময় অনুসারে বেলা সাড়ে তিনটে থেকে শুরু হবে। আর পরের ম্যাচটা শুরু হবে সন্ধ্যা সাতটা থেকে।

রাজস্থান রয়্যালস তাদের প্রথম দুটো হোম ম্যাচ গুয়াহাটিতে আয়োজন করবে। তবে বাকি ম্যাচগুলো জয়পুরে আয়োজন করা হবে। অন্যদিকে পঞ্জাব কিংস প্রথম পাঁচটা ম্যাচ মোহালিতে খেলবে। তবে শেষ দুটো হোম ম্যাচ তারা ধর্মশালায় খেলবে। এই দুটো ম্যাচ যথাক্রমে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে খেলা হবে।

তবে এই টুর্নামেন্টের প্লে-অফ এবং ফাইনাল ম্যাচের সূচি এখনও ঘোষণা করা হয়নি। আগামী ২৮ মে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে।

বার্তা সূত্র