Jammu Kashmir Terror Attack : জম্মু -কাশ্মীরে অনুপ্রবেশের ছক বানচাল!নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ৫ জঙ্গি
ঘটনার পরেই জঙ্গিরা পণবন্দিদের নিয়ে আফ্রিকার গরিলার বাসস্থান কঙ্গোর ভিরুঙ্গা ন্যাশনাল পার্কের দিকে পালিয়েছে। উগান্ডার মোপোন্দে শহরের লুবিরিরা সেকেন্ডারি স্কুলে শনিবার ঢুকে পড়ে পাঁচ জঙ্গি। একটি ডর্মিটারি পুড়িয়ে খাবার লুট করে পালায় তারা। পালানোর আগে জঙ্গিদের রাখা একটি বোমা ফেটেই হতাহত হয় অনেকে।
Marcos Commando: পাহাড়ি ঝোরায় আগ্নেয়াস্ত্র হাতে সজাগ পাহারা! ‘দাড়িওয়ালা ফৌজ’ মার্কোসের ভয়ে কাঁটা চিন-পাকিস্তান
পশ্চিম উগান্ডার সেনা কম্যান্ডার মেজর জেনারে ডিক ওলাম বলেন, হামলা চালানোর আগে অন্তত দু’দিন ওই শহরে ছিল জঙ্গিদের দলটি। তাদের মধ্যে একজন বেশ কয়েকবার স্কুলটির আশেপাশে ঘুরে রেইকি করে গেছে বলেও জানিয়েছেন তিনি। এ দিন হামলা চালাতে এসে প্রথমেই ছেলেদের ডর্মিটরিতে ঢুকে দরজা বন্ধ করে দেয় জঙ্গিরা।
ছাত্ররা আপ্রাণ লড়াই করেও তাদের সঙ্গে পেরে ওঠেনি। বিছানায় পাতা গদিতে আগুন ধরিয়ে দেয় জঙ্গিরা। মেয়েদের ডর্মিটরির দরজা খোলা পেয়ে সেখানে ঢুকে পড়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করা হয় ছাত্রীদের।
Russia Ukraine War : রুশ মিসাইলে বিধ্বস্ত জেলেনস্কির শহর
নয়ের দশক থেকেই এডিএফ জঙ্গিরা উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনির বিরুদ্ধে লড়াই শুরু করে। উগান্ডার সেনাবাহিনীর কাছে জঙ্গিদের হার মানতে হলেও রুয়েনজেরি পাহাড়ের গুপ্ত ঘাঁটি থেকে তারা মাঝে মধ্যেই চোরাগোপ্তা হামলা চালায় কঙ্গো ও উগান্ডার ছবির মতো সুন্দর এই এলাকায়। এ দিনের ঘটনার পরে সেনাবাহিনী জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে দুই দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে।