Tuesday, March 25, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

ইসলামাবাদের একটি মসজিদে সম্ভাব্য সন্ত্রাসী হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

পাকিস্তানের রাজধানীর একটি জনপ্রিয় মসজিদে সম্ভাব্য সন্ত্রাসী হামলার হুমকি থাকায় বুধবার যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সেখান থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

এ সপ্তাহে আরও আগের দিকে সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে শহরের ফায়সাল মসজিদে জঙ্গিদের অভিযানের সম্ভাব্যতা প্রকাশ পাবার পর ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস এই হুমকি সম্পর্কে সতর্ক করে দিয়েছে। ফায়সাল মসজিদ হচ্ছে পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান।

এই সংক্ষিপ্ত ভিডিওতে দেখানো হয়েছে একজন হাতে আঁকা একটি প্যামফ্লেট প্রদর্শন করছে যাতে আঁকা আছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)’এর পতাকা। টিটিপিকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদী সংগঠনের বৈশ্বিক তালিকায় অন্তর্ভুক্ত করেছে। সোমবার টিটিপি’র সঙ্গে সংশ্লিষ্ট মিডিয়াতে এই ভিডিও প্রদর্শন করা হয়।

যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশন আর কিছু জানানোর আগে পর্যন্ত তাদের কর্মচারিদের মসজিদের ওই এলাকায় যেতে নিষেধ করেছে। এই উপদেশে আমেরিকান নাগরিকদের ওই এলাকা পরিহার করতে বলা হয়েছে এবং বলা হয়েছে, টিটিপি জঙ্গিরা ইসলামাবাদের ফায়সাল মসজিদের বিরুদ্ধে হুমকি দিয়েছে।

এই সন্ত্রাসী হুমকি সম্পর্কে সতর্ক বার্তা দেওয়া হয় ঠিক যে দিন কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান দ্বিপাক্ষিক সফরের অংশ হিসেবে ইসলামাবাদে গিয়ে পৌঁছান।

টিটিপি নিয়মিত ভাবেই প্রধানত আফগানিস্তানের সঙ্গে দেশটির সীমান্তের কাছাকাছি পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও অন্যান্য দপ্তরকে লক্ষ্যবস্তু করে আত্মঘাতী বোমা ও বন্দুক হামলা চালায়। সাম্প্রতিক বছরগুলিতে এ রকম সহিংসতায় শত শত লোক প্রাণ হারিয়েছে।

ইসলামাবাদ বলে আসছে যে এই গোষ্ঠীটি আফগানিস্তানের ভেতরে অভয় আশ্রয়ে থেকে সন্ত্রাসী হামলা চালায় এবং বারবার প্রতিবেশি দেশের তালিবান নেতাদের প্রতি টিটিপি জঙ্গিদের সামলে রাখার আহ্বান জানিয়েছে।

কাবুলে তালিবান সরকার আফগানিস্তানের মাটিতে টিটিপি কিংবা কোন বিদেশী জঙ্গি সংগঠনের উপস্থিতির বিষয়টি অস্বীকার করে আসছে।

সমালোচকরা তালিবানের এই অস্বীকৃতি সম্পর্কে প্রশ্ন তুলে প্রায়ই ইসলামিক স্টেট-খোরাসান ( আইএস-কে)’র বড় রকমের আক্রমণের কথা তুলে ধরেন। এই সংগঠনটি আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক ইসলামিক স্টেটের আফগান শাখা। ২০২১ সালে তালিবান দেশটির নিয়ন্ত্রণ আবার গ্রহণের পর এই সব সহিংসতায় শত শত লোক প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন শীর্ষ স্থানীয় তালিবান নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব এবং আফগান শিয়া সম্প্রদায়ের সদস্যবৃন্দ।

সোমবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকের সময়ে জাতিসংঘের সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা সতর্ক করে দেন যে আইএস-কে হচ্ছে ইসলামিক স্টেটের “সব চেয়ে বিপজ্জনক” শাখাগুলির অন্যতম।

সন্ত্রাসবিরোধী বিষয়ক জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ভ্লাদিমির ভরোনকোভ বৈঠকে আইএস-কে’র আরেকটি নাম উল্লেখ করে বলেন,“আইসিল খোরাসান আফগানিস্তানে, ওই অঞ্চলে এবং এর বাইরেও মারাত্মক হুমকি হয়ে রয়েছে।

আইএস-কে’র দাবি করা সর্বসাম্প্রতিক আক্রমণের ঘটনাটি ঘটে মঙ্গলবার যখন একজন আত্মঘাতী বোমাবাজ আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুন্দুজে নিজের গায়ে বোমা বিস্ফোণ ঘটায়। তালিবান কর্মকর্তারা বলছেন এই বিস্ফোরণে পাঁচ জন নিহত এবং আরও সাতজন আহত হন। একাধিক সুত্র থেকে বলা হচ্ছে যে এই ঘটনার প্রধান শিকার ছিল তালিবান নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়