Friday, January 17, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

ইউক্রেনের জন্য আরও ৫০ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তার বিদ্যমান সামরিক মজুর থেকে ৫০ কোটি ডলার অতিরিক্ত অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করতে যাচ্ছে। কর্মকর্তারা ভয়েস অফ আমেরিকাকে বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন অফিস ছাড়ার আগে এটিই হবে শেষ সামরিক সহায়তা প্যাকেজ।

এই ঘোষণার আগে নাম না প্রকাশের শর্তে, ভয়েস অফ আমেরিকার সাথে কর্মকর্তারা কথা বলেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন জার্মানির রামস্টেইনে শেষবারের মতো ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের বৈঠকের আয়োজন করবেন বলে আশা করা হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ঘোষণা করেন, তিনি এই গ্রুপের ২৫ তম বৈঠকে অস্টিনের সাথে যোগ দেবেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার আক্রমণের পরে সুরক্ষা সহায়তা সমন্বয় করতে অস্টিনের নেতৃত্বে প্রায় ৫০টি দেশ নিয়ে একত্রিত হয়ে এই দল গঠন করে।

ইউক্রেনীয়রা যখন টিকে থাকার জন্য লড়াই করছে, তখন তাদের লড়াইকে সমর্থনের উদ্দেশ্যে তৈরি এই উদ্যোগ অনিশ্চিত হয়ে পড়েছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি প্রেসিডেন্ট বাইডেন অফিস ছাড়ার পর এই গোষ্ঠীতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব অব্যাহত রাখবেন কিনা তার ইঙ্গিত দেননি। বর্তমান প্রশাসনের কর্মকর্তা ও প্রতিরক্ষা বিশ্লেষকরা সতর্ক করেছেন, এটি কিয়েভের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে।

ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসির সেন্টার এন্ড মিলিটারি এন্ড পলিটিকাল পাওয়ারের জ্যেষ্ঠ পরিচালক ব্র্যাডলি বোম্যান বলেছেন, আফগানিস্তান নিয়ে বাইরে প্রশাসনের কঠোর সমালোচক ট্রাম্প চাইবেন না এ ধরনের মানবিক সংকট ‘তার রেকর্ডে’ থাকুক।

ভয়েস অফ আমেরিকাকে তিনি বলেন, “ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনে যদি বড় ধরনের কাটছাঁট হয় বা সমর্থন বন্ধ হয়ে যায় তাহলে ইউক্রেনে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে।”

এখনো এপ্রিলে কংগ্রেসের পাশ হওয়া ইউক্রেনের জন্য অনুমোদিত ৩.৮ বিলিয়ন ডলার তহবিল রয়েছে। তবে পেন্টাগন বলেছে, তারা এই মুহূর্তে সেই সহায়তা পাঠাতে পারছে না কারণ তাদের নিজস্ব সরবরাহ পুনরায় মজুদ করার জন্য কংগ্রেসের কাছ থেকে অতিরিক্ত তহবিল প্রয়োজন।

বিশ্লেষকরা ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপ কে অস্টিনের কাজের একটি বড় সফলতা হিসেবে চিহ্নিত করেছে। কংগ্রেসের তহবিল প্রদানে দেরী এবং কিয়েভকে কি অস্ত্র দেয়া হবে তা নিয়ে বাইডেন প্রশাসনের মধ্যে আলোচনা ইউক্রেনের লড়াইকে বাধাগ্রস্ত করেছে।

(ভয়েস অফ আমেরিকার জাতীয় নিরাপত্তা সংবাদদাতা জেফ সেল্ডেন এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন।)

–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়