‘বড়বাবু’ ছবিতে উঠে আসবে শিশির কুমার ভাদুড়ির ব্যক্তিগত জীবন। প্রভা দেবী ও কঙ্গাবতীর সঙ্গে তাঁর সম্পর্ক। ছবিতে প্রভা দেবীর ভূমিকায় অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী। প্রভা ছিলেন একজন দুর্দান্ত অভিনেত্রী এবং সেসময় সুপরিচিত নাটক ‘সীতা’তে অভিনয় করেছিলেন তিনি।
1/9ব্যাক্তিগত সম্পর্ক, প্রেম, থেকে নাট্যাভিনেতা শিশির কুমার ভাদুড়ির জীবন নিয়ে আসছে ‘বড়বাবু’। নিজ নিজ চরিত্র ও লুকে সামনে এলেন অভিনেতারা।2/9রেশমি মিত্রের পরিচালনায় আসতে চলেছে শিশির কুমার ভাদুড়ির বায়োপিক। ছবির নাম ‘বড়বাবু’। ছবিতে খ্যতনামা নাট্যাভিনেতা শিশির কুমার ভাদুড়ির চরিত্রে অভিনয় করছেন নীল সুজন মুখোপাধ্যায়। সামনে এল তাঁর সেই লুক।3/9‘বড়বাবু’ ছবিতে উঠে আসবে শিশির কুমার ভাদুড়ির ব্যক্তিগত জীবন। প্রভা দেবী ও কঙ্গাবতীর সঙ্গে তাঁর সম্পর্ক। ছবিতে প্রভা দেবীর ভূমিকায় অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী। প্রভা ছিলেন একজন দুর্দান্ত অভিনেত্রী এবং সেসময় সুপরিচিত নাটক ‘সীতা’তে অভিনয় করেছিলেন তিনি। নায়িকা হিসাবে তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছিল। কিন্তু প্রভার প্রথাগত শিক্ষা ছিল না। এদিকে শিশির কুমার ছিলেন ইংরেজির অধ্যাপক।
4/9‘বড়বাবু’ ছবিতে কঙ্কাবতীর চরিত্রে অভিনয় করছেন পায়েল সরকার। এর আগে পায়েল হিন্দুস্তান টাইমস বাংলাকে সাক্ষাৎকারে বলেছিলেন, সেসময় সেসময় কঙ্কাবতী প্রথম মহিলা গ্র্যাজুয়েট যিনি অভিনয়ে এসেছিলেন। কঙ্কাবতী ভীষণ ভালো গানও গাইতেন। যিনি কিনা রবীন্দ্রনাথকে গান শুনিয়েছিলেন। যেটা শুনে রবীন্দ্রনাথ নিজে গানের তালিম দেন। কঙ্কাবতীর সঙ্গে শিশির ভাদুড়ির আলাপ হয়, তিনি তাঁর নাটকের দলে যোগ দেন। শিশির ভাদুড়ির সঙ্গে একটা সুন্দর সম্পর্কও গড়ে ওঠে কঙ্কাবতীর। বলা ভালো ইন্টেলেকচুয়াল বন্ডিং গড়ে ওঠে। যদি ও বয়সের অনেক ফারাক ছিল। 5/9পরিচালক রেশমি মিত্রের এই ছবিতে শিশির কুমারের জীবনের নানা কথা উঠে আসবে। তাঁর শিল্পী জীবন, অভিনয়, ব্যক্তিগত সম্পর্ক, প্রেম, অভিব্যক্তি, সত্যের সন্ধান, সহ তাঁর নানান সৃষ্টি। শিশির কুমারকে তখনকার শিল্পীরা বড়বাবু বলে ডাকতেন এবং এই ডাকনামের অর্থ হল তিনি ছিলেন একজন সুপ্রিমো।6/9শিশির কুমার ভাদুড়ির বায়োপিক ‘বড়বাবু’তে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন বিশ্বনাথ বসু।7/9শিশির কুমার ভাদুড়ির বায়োপিক ‘বড়বাবু’তে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায়।8/9শিশির কুমারের বন্ধু নরেন্দ্র নাথ দেবের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সুপ্রতীম রায়।9/9‘বড়বাবু’ ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন খ্যাতিমান সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ।