Skip to content

আরও একবার শাহরুখের জন্য় গান গাইবেন অরিজিৎ সিংহ! কোন ছবি?

আরও একবার শাহরুখের জন্য় গান গাইবেন অরিজিৎ সিংহ! কোন ছবি?

কলকাতা: শাহরুখ খান (Shah Rukh Khan) ও অরিজিৎ সিংহর মেলবন্ধনে দর্শক পেয়েছে একাধিক হিট গান। যার মধ্য়ে অন্য়তম ‘ঝুমে জো পাঠান’,’গেরুয়া’,’হাওয়ায়ে’। এছাড়াও রয়েছে একাধিক গান। আর এবার জানাযাচ্ছে, শাহরুখ খানের আগামী ছবি ‘জওয়ান’এও শোনা যাবে অরিজিৎ সিংগর গলা। বলিউডসূত্রে খবর অনুযায়ী, এই ছবিতে একটি রোম্য়ান্টিক নাম্বার গাইতে শোনা যাবে অরিজিৎকে।

আরও পড়ুন…

Kisi Ka Bhai Kisi Ki Jaan: বিশ্বব্য়াপী পাঁচ হাজারেরও বেশি স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কি জান’

প্রসঙ্গত, ২০২২ সালের জুন মাসে প্রকাশ্যে আসে ‘জওয়ান’ ছবির টিজার। প্রথম ঝলকেই মন জয় করেন কিং খান। ‘জওয়ান’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২ জুন, ২০২৩ সালে, পাঁচ ভাষায় – হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড়। প্রসঙ্গত, ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছাড়াও এই বছরেই মুক্তি পাবে শাহরুখের তৃতীয় ছবি, রাজকুমার হিরানি (Rajkumar Hirani) পরিচালিত ‘ডাঙ্কি’। এই ছবিতে শাহরুখ প্রথম রাজকুমার হিরানি ও তাপসী পন্নুর (Tapsee Pannu) সঙ্গে কাজ করবেন।        &nbsp

;                  

উল্লেখ্য়, গোটা মুখে ব্যান্ডেজ সমতে ‘জওয়ান’-র পোস্টার প্রকাশ্যে এসেছিল আগেই। তারপরও শুটিং সেট থেকে ভাইরাল হয় অভিনেতার একটি ছবি। একাধিক ছবিতে দেখা যাচ্ছে শাহরুখ খানের (Shah Rukh Khan) গোটা মুখ ব্যান্ডেজে ঢাকা। চোখ খোলা,বেরিয়ে আছে চুলের লম্বা ‘লকস’। এই ছবি ভাইরাল হতেই অনুরাগীদের কমেন্টের বন্যা বয়েছিল। সকলেই উত্তেজিত ছিলেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘রাজা এখন থামবেন না। উনিই সেরা।’ অপর একজন লিখেছেন, ‘বাহ্… পাঠান এখন জওয়ান।’

কিছুদিন আগে শ্যুটিং ফ্লোর থেকে প্রকাশ্যে এসেছিল শাহরুখ খান (Shah Rukh Khan)-এর লুক! তবে এবার শুধু শাহরুখ নয়, ফাঁস হয়েছিল দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-র লুক ও।

যে ছবি প্রকাশ্যে এসেছে, সেখানে শাহরুখ ও দীপিকা দুজনেই সাদা শার্ট ও কালো জিন্স পরেছিলেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফ্যানপেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল এই ছবি। টপ নট করে বাঁধা ছিল দীপিকার লম্বা চুল। উইঙ্কড আই লাইনারে তাঁকে দারুণ দেখাচ্ছিল। এর আগেও ‘জওয়ান’-এর সেট থেকে যে ছবি ভাইরাল হয়েছিল, সেখানে ব্যান্ডেজে ঢাকা ছিল শাহরুখের মুখ। তবে এই ছবি যথারীতি নায়কচিত। 

বার্তা সূত্র