Skip to content

আফগান রাবাব এখন তৈরি হচ্ছে কালনাতে! পৌঁছে যাচ্ছে বিদেশেও

Local-18

কালনা: আফগান রাবাব বহু পুরানো ও দূর্লভ একটি বাদ্যযন্ত্র। আফগান সঙ্গীতে রাবাব এর ব্যবহার প্রাচীনকাল থেকেই হয়ে আসছে৷ আফগান ছাড়াও ইরান, কাশ্মীর, পাঞ্জাব প্রভৃতি এলাকার সঙ্গীত জগতে রাবাব ব্যবহারের প্রচলন চলে আসছে যুগ যুগ ধরে। রাবাব কয়েক প্রকারের হয়। যেমন আফগান রাবাব, সেলি রাবাব, ধ্রুপদি রাবাব, শিক রাবাব৷ এই যন্ত্র আমাদের রাজ্যে প্রায় তৈরি হয় না বললেই চলে। কিন্তু কালনার রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা অসিত বাড়ৈ তিন বছর ধরে আফগান রাবাব, শিক রাবাব তৈরি করছেন৷

স্বাস্থ্যকর্মী হিসাবে জীবন শুরু করলেও সঙ্গীত জগতের রাবাবের টানে তিনি পেশা বদল করেছেন৷ এখন অসিত বাবুর হাতের তৈরি আফগান রাবাব চলে যাচ্ছে অস্ট্রেলিয়ার করণবীর সিং, কানাডার মনদীপ কওর-এর হাতে। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি দোতারা বানাতাম। দোতারা একটু নতুন ধরনের বানানোর চেষ্টা করছিলাম। আলিফ লায়লা নামে একটা শোতে প্রথম আমি এই যন্ত্রটা বাজাতে দেখি তখন ভাবলাম যে এটা কী যন্ত্র। যন্ত্রটির নাম যে রাবাব আফগানি রাবাব তা আমার জানা ছিল না । তখন আমি ওই যন্ত্র দেখে ওই সেটের যন্ত্র বানানোর চেষ্টা করলাম এবং পরে জানতে পারি ওটার নাম রাবাব, আফগানি রাবাব। পরবর্তীতে আফগানিস্তানের রাবাব গবেষক জসপ্রিত সিং আমাকে তথ্য দেন এবং ওনার সাহায্যে আমি এই যন্ত্র বানানো শিখি । সঙ্গীত জগতে রাবাব এর সুর অনবদ্য ভূমিকা পালন করে৷ বিশেষ করে কাবুল, পেশোয়ার প্রভৃতি অঞ্চলের মানুষদের প্রিয় বাদ্যযন্ত্র এই আফগান রাবাব। রাজ্যের বিভিন্ন প্রান্তে এটা কিনতে পাওয়া গেলেও তৈরি খুব একটা হয় না। কালনার অসিত বাবু নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন রাবাব জগতে৷”

আরও পড়ুন: মাটির কলসির বিক্রি হু হু করে বাড়ছে! কারণ জানলে অবাক হবেন

অসিত বাবু আরও বলেন, “বিভিন্ন দেশের রাবাব এর সুর ভিন্ন ভিন্ন৷ তাই এটা তৈরি খুবই কঠিন। আমি অনলাইনে ইরান দেশেও একজন রাবাব গবেষক এর সঙ্গে যোগাযোগ করে ফর্মুলা নিয়েছি। তবে এখন শিক রাবাবারের চাহিদাও বাড়ছে। আমি চাই রাবাব সারা বাংলা সঙ্গীত জগত জুড়ে ছড়িয়ে পড়ুক৷  তাতে আমিও কাজের বরাত পাব। রাবাবের সুর এখন আফগান পেরিয়ে কালনাতেও পৌঁছে গিয়েছে।”

আরও পড়ুন: সবুজ গাছের ওপরে সাদা সারসের মেলা! সেজে উঠেছে প্রকৃতি

কালনার অসিত বাড়ৈ-এর হাতে কাঠের তৈরি আফগান রাবাব এখন পাড়ি দিচ্ছে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইরান দেশে। পাঞ্জাব, কাবুলের রাবাব-এর সুর কালনার অলিগলিতে ভেসে বেড়াচ্ছে ৷ বাংলাদেশ ও মুম্বই এর সঙ্গীত জগতেও কালনার অসিত বাবুর রাবাব ব্যবহার হচ্ছে। রাজ্যের সেতারের মতই দেখতে আফগান রাবাব।

 

শুধু রাবাব তুলনামূলকভাবে একটু ছোটো তবে সুরের পার্থক্য রয়েছে। এখন এক-একটি রাবাব ১৭ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত দরে বিক্রি করেন অসিত বাবু ৷ জানা গিয়েছে, মূলত কালনা থেকেই পাঞ্জাবে রাবাব বেশি যায়। অসিত বাবু জনিয়েছেন কেউ এই রাবাব বানানো শিখতে চাইলে তিনি তাকে শেখাবেন কিন্তু এক্ষেত্রে প্রচুর ধৈর্য্যের প্রয়োজন আছে । কেউ চাইলে অসিত বাবুর কাছে রাবাব অর্ডার দিতে পারেন সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে 96093 12628 এই নম্বরে।

পূর্ব বর্ধমান

পূর্ব বর্ধমান

Published by:Sayani Rana

First published:

বার্তা সূত্র