Tuesday, March 25, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

আফগানিস্তানে ‘বৈশ্বিক সন্ত্রাসবাদ হুমকি’ মোকাবেলায় বিশ্বকে ঐক্যবদ্ধ থাকতে হবে- জাতিসংঘ

এশিয়া বার্তা,  ১৭ আগস্ট : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার ‘আফগানিস্তানে বৈশ্বিক সন্ত্রাসবাদ হুমকি দমনে’ একত্রে কাজ করতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
তালেবান জঙ্গিরা রোববার রাজধানী কাবুলে ঢুকে পড়ার পর নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে জরুরি ভিত্তিতে এ বৈঠকের আয়োজন করা হয়। তালেবানরা রাজধানীতে প্রবেশ করায় আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বিদেশে পালিয়ে যান।

গুতেরেস আরো বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে ‘আমি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং সার্বিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।’

ইসলামি শাসন জারির হার্ডলাইনে থাকা এ গ্রুপের ভয়ে দেশ ছেড়ে পালানো প্রচেষ্টায় হাজার হাজার মানুষ কাবুলের বিমানবন্দরে হুমড়ি খেয়ে পড়েছে।
গুতেরেস বলেন, আফগানরা ‘আমাদের পূর্ণ সহযোগিতা পাওয়ার যোগ্য।’

জাতিসংঘ মহাসচিব ‘আফগানিস্তানের মানবাধিকার সমুন্নত রাখতে একই কণ্ঠস্বরে কথা বলতে’ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আফগান নারী ও কন্যা শিশুদের কষ্টার্জিত অধিকার রক্ষা করা অনেক জরুরি।’
এছাড়া গুতেরেস আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সম্মান জানাতে এবং সকল ব্যক্তির অধিকার ও স্বাধীনতা রক্ষা করতে তালেবানের প্রতি আহ্বান জানান।

সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠক প্রিয়