Skip to content

আন্দোলনে আপত্তি নেই, সহিংসতা সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আন্দোলনে আপত্তি নেই, সহিংসতা সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “বিরোধী রাজনৈতিক দলগুলোর কোনো আন্দোলনে আওয়ামী লীগ সরকারের কোনো আপত্তি নেই। তবে সহিংসতা সহ্য করা হবে না।” সোমবার (৩১ জুলাই) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক (বিপিএএ) বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমি কখনোই কোনো জ্বালাও-পোড়াও সহ্য করি না। এটা গ্রহণযোগ্য নয়।তবে, তারা যেকোনো আন্দোলন বা সংগ্রাম করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই।” তিনি বলেন, “দেশের জনগণের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।”

শেখ হাসিনা বলেন, “মনে রাখতে হবে, যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের সমর্থন দেয়নি, তাদের মনের শত্রুতা এখনো কাটেনি। আমরা এটিকে অতিক্রম করে এগিয়ে যাচ্ছি। তাই বাংলাদেশকে অবশ্যই অগ্রসর হতে হবে।”

প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, “যতদিন জনগণ সরকারের সঙ্গে থাকবে, ততদিন বিরোধীদের আন্দোলন-সংগ্রাম দেখে ভয় পাওয়ার কিছু নেই। তবে, আমি কারো বিষণ্ণ মুখ দেখতে চাই না, বরং সবাইকে খুশি এবং হাসিমুখে দেখতে চাই।”

শেখ হাসিনা বলেন, “জীবনে সমস্যা থাকা স্বাভাবিক। তবে সমস্যা কাটিয়ে উঠতে মনোবল ও শক্তি প্রয়োজন।আমি এটা বিশ্বাস করি যে, এই মনোবল নিয়ে এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে “ইনশাআল্লাহ”।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করেন যে, তার সরকার নিম্নবিত্ত এবং বিভিন্ন শ্রেণীর মানুষের জীবিকা নির্বাহের জন্য প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি বলেন, “দ্রব্যমূল্য নিয়ে মানুষের ভোগান্তি শহরাঞ্চলের মতো গ্রামাঞ্চলে ততটা নয়।” সরকারি কর্মচারীদের জনগণের পাশে দাঁড়াতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বলেন, “কারণ জনগণের সেবা করা আপনাদের দায়িত্ব।”

শেখ হাসিনা বলেন, “তরুণ কর্মকর্তাদের মধ্যে উদ্ভাবনী শক্তি অনেক বেশি। এ ছাড়া এখন নতুন প্রযুক্তির যুগ।আপনি যখন কর্মস্থলে দায়িত্ব পালন করেন, সে সময় চিন্তা করুন কী কী উদ্ভাবন করা যায় এবং কীভাবে দেশকে আরো এগিয়ে নেয়া যাওয়া যায়।”

জনপ্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা, মননশীলতা এবং উদ্ভাবনী প্রচেষ্টাকে উৎসাহিত করার জন্য ২০১৬ সালে বিভিন্ন বিভাগের অধীনে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক চালু করা হয়। পুরস্কার বিজয়ীরা তাদের নামের শেষে বিপিএএ পদবি ব্যবহার করতে পারেন।

সূত্র: ভয়েজ অব আমেরিকা