Skip to content

আদিবাসী শিল্পীদের রোজগারের নতুন দিশা বাঁকুড়ায়

আদিবাসী শিল্পীদের রোজগারের নতুন দিশা বাঁকুড়ায়

বাঁকুড়া: শুধুমাত্র আদিবাসী শিল্প সংস্কৃতির সংরক্ষণ নয়। আদিবাসী শিল্প সংস্কৃতিকে জীবিকার রূপ দিয়ে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলার ছাতনায়। আদিবাসী শিল্প-সংস্কৃতি জীবিকা বিকাশ কর্মশালা অনুষ্ঠিত হলো ছাতনার বাগডিহা গ্ৰামে। আশুতোষ মিউজিয়াম অব ইন্ডিয়ান আর্ট,কলিকাতা বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ তপশিলী আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি উন্নয়ন ও বিত্ত নিগমের আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

আজ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা সহ বিশিষ্ট ব্যাক্তি বর্গ প্রমুখ। কিভাবে নিজেদের শিল্প গুলিকে সুন্দর করে বাণিজ্যিক রূপ দেওয়া যায় এবং তাদের হাতে তৈরি শিল্পদ্রব্যগুলিকে কিভাবে এবং কোথায় বিক্রি করা যায়, সেই বিষয় নিয়েও একটি সচেতনতামূলক অভিযান এদিন হয়েছে।

আরও পড়ুন ঃ স্মৃতি-র স্মৃতিতে শুধুই ভয়াবহতা, জ্ঞান ফিরতে বুঝলেন পা আটকে ট্রেনের ফ্যানে

বাঁকুড়া জেলার প্রাগৈতিহাসিক মল্লভূমি ছাতনা। রাঢ়বঙ্গের রানী বাঁকুড়ার সমগ্র আদিবাসীদের মধ্যে এক বিরাট অংশ বসবাস করে এই অঞ্চলে। যেমন উল্লেখযোগ্য হল ভরতপুরের পট চিত্রশিল্পীরা, শুশুনিয়ার পাথর খোদাই করা শিল্পীরা এবং রয়েছে ছাতনার বাগডিহা গ্রাম। অন্যান্য গ্রামগুলির মত এই গ্রামেও একাধিক আদিবাসী পরিবারের বাস।

আদিবাসী সম্প্রদায়ের মানুষের রয়েছে নিজস্ব সংস্কৃতি এবং নিজস্ব শিল্পকলা। রয়েছেন বহু প্রতিভাবান হস্তশিল্পী। এই প্রতিভাবান হস্তশিল্পীদের দিশা দেখিয়ে তাদের শিল্পকে বাণিজ্যিকরণ করা লক্ষ্যে এই কর্মশালা।বর্তমানে দিকে দিকে রয়েছে আদিবাসী সম্প্রদায়ের হস্তশিল্প জাত দ্রব্য গুলির চাহিদা। এই চাহিদাকে ব্যবহার করে করা যেতে পারে বাণিজ্যিকরণ। যার মাধ্যমে গরিব আদিবাসী সম্প্রদায়ের মানুষরা স্বনির্ভরতার পথ দেখতে পারেন। আদিবাসীদের এই বিষয়ে দিশা দেখাতে রয়েছেন একাধিক আধিকারিক সহ কলকাতা থেকে আগত অধ্যাপক অধ্যাপিকারা।

নীলাঞ্জন ব্যানার্জী

Published by:Nagantara

First published:

বার্তা সূত্র