Friday, February 14, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

আটোয়ারীতে মন্দিরের প্রতিমা ভাংচুর, গ্রেপ্তার ২

পঞ্চগড় প্রতিনিধি ১৯ নভেম্বর, ২০২১, ১৬:৪৮:৪২


পঞ্চগড়: আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তিনটি মন্দিরে প্রতিমা ভাংচুর করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) গভীর রাতে এই প্রতিমাগুলো ভাঙচুর করা হয়।


এ ঘটনায় শুক্রবার (১৯ নভেম্বর) সকালে একজন ইউপি সদস্য প্রার্থীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুইজনই সনাতন হিন্দু ধর্মালম্বী। গ্রেপ্তারকৃতরা হলেন—শক্তিনাথ চন্দ্র পাল ও সনাতন চন্দ্র পাল। শক্তিনাথ চন্দ্র পাল বর্তমান ইউপি সদস্য ও আলোয়াখোয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী।


স্থানীয়রা জানায়, ইউনিয়ন পরিষদের মেম্বার পদের ভোটকে কেন্দ্র করে এ ঘটনা ঘটানো হয়েছে। তারা বলছেন একটি পক্ষ হিন্দু ধর্মালম্বীদের ভোট আদায়ের জন্য প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটিয়েছে।


পুলিশ জানায়, আলোয়াখোয়া ইউনিয়নের বহুবাধ সর্বজনীন কালি মন্দির, দোমুরকী-ঝাকুয়াপাড়া কালী মন্দির এবং ঠাকুর পুকুর কালি মন্দিরে গভীর রাতে দুর্বৃত্তরা প্রতিমা ভাংচুর করে। সকালে হিন্দু ধর্মালম্বীরা পুজা অর্চনার জন্য মন্দিরে গেলে প্রতিমাগুলোর বিভিন্ন অংশ ভেঙে মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাৎকক্ষণিক ঘটনাস্থলে গিয়ে গোপন সংবাদের ভিত্তি ইউপি সদস্যসহ ২ জনকে গ্রেপ্তার করে।


এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেন, পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলি, পঞ্চগড় জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায় জানান, আগামী ২৮ নভেম্বর আটোয়ারী উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্রে করে যারা মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে তারা যে ধর্মেরই হোক তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেন।


পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রাকিবুল ইসলাম জানান, আটোয়ারী উপজেলার আলোখোয়া ইউনিয়নে ৩টি মন্দিরের প্রতিমা ভাংচুরের খবরে আমরা ঘটনাস্থল গিয়ে সরেজমিনে পরিদর্শন করি এবং ভাংচুরের সাথে যারা জড়িত তাদের ২ জনকে গ্রেপ্তার করি। তবে কী কারণে তারা ভাংচুর করে সে বিয়য় তদন্ত চলছে।


 


নিউজজি/এসএম/নাসি 



বার্তা সূত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠক প্রিয়