Sunday, January 19, 2025

সপ্তাহে শীর্ষে

প্রাসঙ্গিক বার্তা

আজারবাইজান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় নিহতদের শেষকৃত্য

আজারবাইজানের রাজধানী বাকুতে গত সপ্তাহে দুর্ঘটনার শিকার আজারবাইজান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের পাইলট, যাত্রী এবং ক্রু সদস্যদের শেষকৃত্যের আয়োজন করা হয়। রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪।

ক্যাপ্টেন ইগর ক্ষনিয়াকিন এবং কো-পাইলট আলেকজান্দার ক্যালিয়ানিনোভ, উভয়ই রুশ বংশোদ্ভূত তবে, আজারবাইজানের নাগরিক। তাদের দুজন এবং ফ্লাইট অ্যাটেনড্যান্ট হোকুমা আলিয়েভাকে বাকুতে সমাহিত করা হয়।

রবিবার সকালের দিকে বাকুর কেন্দ্রীয় ‘অ্যালি অব অনার’-এ একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে তাদের পূর্ণ মর্যাদা দেওয়া হয়। অনুষ্ঠানটিতে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং তার স্ত্রী মেহরিবান উপস্থিত ছিলেন।

দুর্ঘটনায় বিমানে থাকা ৬৭ জনের মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রবিবার বলেন, আজারবাইজানের বিমান যেটি গত সপ্তাহে বিধ্বস্ত হয়েছে তা রাশিয়া গুলি করে ভুপাতিত করেছিল, যদিও তা অনিচ্ছাকৃতভাবে করা হয়। তিনি মস্কোকে দিনের পর দিন এই বিষয়টি “চেপে রাখার” চেষ্টার জন্য অভিযুক্ত করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার তার কাছে ক্ষমা চান। পুতিন দুর্ঘটনাটিকে একটি “দুঃখজনক ঘটনা” বলে অভিহিত করেন, কিন্তু তিনি মস্কোর দায় স্বীকার থেকে বিরত ছিলেন।


–ভয়েজ অব আমেরিকা

পাঠক প্রিয়