Skip to content

আওয়ামী লীগের জনসমর্থন রয়েছে, বিদেশি সমর্থনের দরকার নেই: আব্দুর রাজ্জাক

আওয়ামী লীগের জনসমর্থন রয়েছে, বিদেশি সমর্থনের দরকার নেই: আব্দুর রাজ্জাক

আওয়ামী লীগের জন্য বিদেশিদের সমর্থন দরকার নেই, জনগণের সমর্থন থাকলেই চলবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। শনিবার (২৪ জুন) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে শিক্ষক ফেডারেশনের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ড. রাজ্জাক বলেন, “জনগণের সমর্থন থাকলে বিদেশিদের সমর্থনে দরকার হয় না। জনগণ এ দেশের মালিক। জনগণ নির্ধারণ করবে, আমাদের প্রতি তাদের সমর্থন আছে কি-না। সেটা নির্বাচনে প্রমাণিত হবে।” তিনি বলেন, “বর্তমান সরকার যে উন্নয়ন করেছে; এসব উন্নয়নের কারণেই জনগণ আমাদের সাথে রয়েছে। জনগণের সমর্থন থাকলে কোনো বিদেশি শক্তি আমাদের ক্ষমতাচ্যুত করতে পারবে না। আমরা বিদেশি সহযোগিতা চাই না। আমাদের প্রতি জনগণের সমর্থন রয়েছে।”

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, “বিএনপিসহ যারা প্রতিদিন বিদেশিদের কাছে হাত পাতছে, ধরনা দিচ্ছে, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করে দেয়ার জন্য। তাদেরকে বলতে চাই, কোনো বিদেশি এসে তত্ত্বাবধায়ক সরকার দিতে পারবে না। সংবিধানের আলোকেই আগামী নির্বাচন হবে।”

দেশে-বিদেশে সমর্থন হারিয়েছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল

এদিকে শুক্রবার (২৩ জুন) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আওয়ামী লীগ সরকার-কে দেশের জনগণ বা আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন করে না।” রাজধানী ঢাকায় অনুষ্ঠিত রোডমার্চ কর্মসূচিতে দেয়া বক্তৃতায় এ কথা বলেন বিএনপি মহাসচিব।

ঢাকায় অনুষ্ঠিত রোডমার্চ কর্মসূচিতে বক্তৃতা রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৩ জুন, ২০২৩।

মির্জা ফখরুল বলেন, “এটা এখন পরিষ্কার যে শেখ হাসিনার সরকারের অধীনে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অতীতে সম্ভব ছিলো না; ভবিষ্যতেও সম্ভব হবে না। তিনি (হাসিনা) বুঝতে পেরেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় তার পক্ষে নেই এবং বাংলাদেশেও তার সমর্থন নেই। বাংলাদেশের মানুষ এখন একটা কথাই বলছে, তাকে এখনই যেতে হবে।”

মির্জা ফখরুল অভিযোগ করেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন দেশ সম্পর্কে বেপরোয়া মন্তব্য করে দেশকে বিপদে ফেলেছেন। আমেরিকা থেকে ফিরে আসার পর তিনি বলেছিলেন, আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করতে চায়। আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন মন্তব্য আশা করি না।”

সূত্র: ভয়েজ অব আমেরিকা