Monday, December 2, 2024

Top 5 This Week

Related Posts

আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা স্থগিত

আগামী ২৫ জুলাই আইনজীবী তালিকাভুক্তিকরণে মৌখিক পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। ২৩ জুলাই থেকে মানুষের চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১ জুলাই মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করে স্বায়ত্বশাসিত এ প্রতিষ্ঠানটি। গত ২৯ মে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এর আগে সর্বশেষ ২০২০ সালে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৩ হাজার শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন পাঁচ হাজার ৩৩৫ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা এবার মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles