Skip to content

অ্যান্ড্রয়েড ডিভাইসে যেভাবে গান ট্রান্সফার করা যাবে – টেক শহর

Techshohor Youtube

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : স্পটিফাইয়ের মতো স্ট্রিমিং সার্ভিসের মাধ্যমে যখন তখন পছন্দের গান শোনা যায়। কিন্তু সবসময় তো পছন্দের গান শুনতে অর্থব্যয় করা সম্ভব হয় না। এক্ষেত্রে পছন্দের গানগুলো যদি হাতে থাকা ডিভাইসেই রাখা যায় তাহলেই তো হয়। অ্যান্ড্রয়েড ডিভাইসে যেভাবে গান ট্রান্সফার করা যায়।

ইউএসবি ক্যাবলের মাধ্যমে ফাইল ট্রান্সফার

ইউএসবি ক্যাবলের মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইসে সবচেয়ে সহজতম উপায়ে গান ট্রান্সফার করা যায়। এক্ষেত্রে ক্যাবলটির মাধ্যমে ডিভাইসের সাথে পিসির সংযোগ দিতে হবে। ফনোগ্রাফ অথবা পাওয়ারর‌্যাম্পের মতো মিউজিক অ্যাপ ব্যবহার করে গানের সংগ্রহগুলো ডিভাইসে সাজিয়ে রাখা যায়।

Techshohor Youtube

প্রথমত, পিসির সাথে ডিভাইসটির সংযোগ দিয়ে এটি দৃশ্যমান না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। উইন্ডোজের ক্ষেত্রে এটি ফাইল এক্সপ্লোরারে ‘ডিভাইসেস অ্যান্ড ড্রাইভ’ এর মধ্যে দেখা যাওয়ার কথা। ইউএসবি ক্যাবলটি ডাটা ট্রান্সফারের পাশাপাশি চার্জিংয়ের কাজেও ব্যবহৃত করা যায় এ বিষয়টি নিশ্চিত করতে হবে।

ম্যাকওএস ব্যবহারকারীদেরকে অ্যান্ড্রয়েড ফাইল ট্রান্সফার অ্যাপ প্রয়োজন হবে। অ্যাপটি ডাউনলোডের পর অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে সংযোগ দিতে হবে। এরপর আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের কনটেন্টগুলো ব্রাউজ করতে পারবেন এবং মিউজিক ফাইলগুলো সরাসরি এতে কপি করতে পারবেন।

কখনো কখনো অ্যান্ড্রয়েড চার্জিং মোডে ডিফল্ট করে , এতে করে ইউএসবির মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইসের ফাইল সিস্টেমে যাওয়া যায় না। যদি পিসি অ্যান্ড্রয়েড ডিভাইসটি শনাক্ত করতে না পারে তাহলে উইএসবির প্রেফারেন্সগুলো খুলতে পিসির পর্দার উপর থেকে নিচে সোয়াইপ করতে হবে এবং ফাইল ট্রান্সফার লেখাটি সিলেক্ট হয়েছে এ বিষয়টি নিশ্চিত করতে হবে।

ইউএসবি কানেকশন দেয়ার পর আপনি কি করতে চাচ্ছেন তা জানতে চেয়ে ‘ট্রান্সফারিং ফাইলস’ লেখার মতো কিছু অপশন সামনে আসবে। এক্ষেত্রে অপশনটি সিলেক্ট করতে হবে। পিসি কমান্ডটি নেয়ার পর আপনি ফাইল ট্রান্সফার শুরু করতে পারবেন। এরপর একটি মিউজিক ফোল্ডার ওপেন করে অ্যান্ড্রয়েড ডিভাইসে পছন্দের গানগুলো রাখতে পারবেন। এ প্রক্রিয়াটি শেষ হতে কিছুটা সময় লাগে , যদিও কি পরিমান সময় লাগে তা নির্ভর করে কতগুলো ফাইল ট্রান্সফার করা হচ্ছে।

ফ্লাশ ড্রাইভ ব্যবহার করে ট্রান্সফার

ইউএসবি ফ্লাশ ড্রাইভ ব্যবহার করেও পিসি থেকে ডিভাইসে ফাইল ট্রান্সফার করা যায়। অ্যান্ড্রয়েড ডিভাইসটি যদি ইউএসবি সি ব্যবহার করে সেক্ষেত্রে এজন্য সুবিধাজনক ‘ডুয়েল ড্রাইভ’ ইউএসবি স্টিক ব্যবহার করতে হবে। এছাড়া একটি মানসম্মত ইউএসবি ফ্লাশ ড্রাইভের সাথে সংযোগ দিতে হলে ইউএসবি এ থেকে ইউএসবি সি অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে।

ইন্টারনাল ফাইল ম্যানেজার পরিবর্তিত হতে পারে কিন্তু যখন ইউএসবি স্টোরেজে প্লাগ ইন করা হবে ফাইলগুলো দেখার অপশন দেখানো হবে নোটিফিকেশন বারে। আর যদি তা দেখায় তাহলে ডিভাইসের ফাইল ম্যানেজার অ্যাপটি শনাক্ত করতে হবে অথবা ফাইলস বাই গুগল অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।

এরপর ইউএসবি ড্রাইভটি শনাক্ত করতে হবে। ফাইলস বাই গুগল অ্যাপে ইউএসবি স্টোরেজে ফাইল ফোল্ডার থেকে ফাইল সিলেক্ট করে থ্রি ডট মেনু থেকে ‘মুভ টু’ অথবা ‘কপি টু’ সিলেক্ট করতে হবে। এরপর ‘ইন্টারনাল স্টোরেজ’ লেখাটি সিলেক্ট করে যে ফোল্ডারে গান কপি অথবা সরিয়ে রাখতে চান তা সিলেক্ট করতে হবে।

ক্লাউড স্টোরেজে আপলোড করা

আপনি যদি ক্যাবল অথবা ইউএসবি স্টিকের ছড়াছড়ি না চান তাহলে ক্লাউড স্টোরেজ একটি সেরা অপশন হতে পারে। অ্যান্ড্রয়েড এবং পিসিসহ বিভিন্ন ডিভাইসে গুগল আপনার গানগুলোকে সুন্দরভাবে রাখতে সহায়তা করে। গুগল ক্লাউড স্টোরেজে ১৫ জিবি ফ্রি স্টোরেজ দিয়ে থাকে।

গুগল ড্রাইভে মিউজিক আপলোড করা থেকে শুরু করা যায়। ফাইলগুলো পৃথক পৃথকভাবে আপলোড করতে হলে উপরে বাম থেকে ‘নিউ’ লেখাটিতে ক্লিক করে ‘ফাইল আপলোড’ লেখাটি সিলেক্ট করতে হবে। আর আপনার সঙ্গীত সংগ্রহগুলো একেবারে আপলোড করতে হলে ‘ফোল্ডার আপলোড’ লেখাটি সিলেক্ট করতে হবে। পিসি থেকে ফাইলগুলো সিঙ্ক করতে চাইলে আপনি গুগল ড্রাইভ ফর ডেস্কটপ ব্যবহার করতে হবে।

ফাইলগুলো ঠিকঠাক রাখার পর অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল ড্রাইভ ওপেন করতে হবে এবং মিউজিক ফাইলগুলো সেখানে রাখতে হবে। একেবারে একাধিক ফাইল নির্বাচন করতে হলে একটি ফাইল ধরে সিলেক্ট করতে হবে। ফাইল সিলেক্টের পর থ্রি ডট মেন্যু থেকে ‘ডাউনলোড’ লেখাটি বাছাই করতে হবে। এ প্রক্রিয়ায় অ্যান্ড্রয়েড ডিভাইসে ফাইলগুলো পাওয়া যাবে।

আরএপি



বার্তা সূত্র