ছবিতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে ভারতের উত্তরাঞ্চলীয় শহর অমৃতসরে অবতরণ করেছে এবং ভারতীয় অভিবাসীরা পুলিশের গাড়িতে বসে অমৃতসর বিমানবন্দর থেকে রওনা হচ্ছেন। বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫।
পাঞ্জাবের প্রবাসী ভারতীয় বিষয়ক মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়াল জানিয়েছেন, বিমানে করে আসা ১০৪ জন ভারতীয়ের মধ্যে ৩০ জন পাঞ্জাব থেকে, বাকি সবাই গুজরাট, হরিয়ানা এবং মহারাষ্ট্র থেকে।
ট্রাম্প তার অভিবাসন এজেন্ডা বাস্তবায়নে ক্রমশ সামরিক বাহিনীর সাহায্য নিচ্ছেন , যার মধ্যে রয়েছে সীমান্তে অতিরিক্ত সেনা পাঠানো, অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠাতে সামরিক বিমান ব্যবহার করা এবং তাদের রাখার জন্য সামরিক ঘাঁটি উন্মুক্ত করা।
এর আগে অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানো হলেও, এই প্রথমবার ওয়াশিংটন সামরিক বিমান ব্যবহার করেছে। সামরিক বিমান ব্যবহার করে এমন ফ্লাইটের জন্য এটি এখন পর্যন্ত সবচেয়ে দূরের গন্তব্য।
ট্রাম্প দায়িত্ব গ্রহণ করার পর থেকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় অভিবাসন প্রধান বিষয়গুলোর একটি হয়ে উঠেছে।
ধারণা করা হচ্ছে অভিবাসন ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী মোদীর আসন্ন বৈঠকেও আলোচনার বিষয় হতে পারে, যা আগামী সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে “নিয়মবহির্ভূত অভিবাসন সংক্রান্ত উদ্বেগগুলো” সমাধান করতে ভারতের সঙ্গে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন।
জয়শঙ্কর বলেছেন, যুক্তরাষ্ট্রে থাকা নথিবিহীন ভারতীয়দের ফিরিয়ে নিতে নয়াদিল্লি রাজি, তবে তাদের যাচাই করার পর।