Skip to content

অবরোধের তৃতীয় দিন: ঢাকা ও নারায়ণগঞ্জে এ পর্যন্ত ৪ গাড়িতে অগ্নিসংযোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী ও তাদের শরিকদের ৩ দিনের অবরোধের শেষ দিনে ঢাকা মহানগরী ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ৪টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরার আজমপুর এলাকায় সকাল ৭টা ৪ মিনিটের দিকে পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এদিকে ভোর রাত পৌনে ৫টার দিকে ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত।

ভোর রাত ৪টা ৪১ মিনিটের দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ ঢাকা উদ্যান আবাসন প্রকল্পের সামনে মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন রোডে সকাল ৬টা ৪০ মিনিটের দিকে একটি তুলাবোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

৩ দিনের অবরোধের দ্বিতীয় দিনে বুধবার ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সড়ক, রেল ও নৌপথ অবরোধের দ্বিতীয় দিনে সারা দেশে বিএনপিসহ বিরোধী দলের শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ফেনীতে ট্রাকে আগুন, গাড়ি ভাঙচুর

ফেনীর লালপোলে চিনিবোঝাই একটি ট্রাকে অগ্নিসংযোগ ও ফুলগাজীতে ওষুধ কোম্পানির গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি চিনিভর্তি ট্রাক লালপোল পৌঁছানোর পর হঠাৎ কে বা কারা আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ওয়াসি আজাদ বলেন, বুধবার দিবাগত রাত ৪টা ২০মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাই। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিভিয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ফুলগাজীতে ওষুধ কোম্পানির গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এতে গাড়ির চালকসহ ৩ জন আহত হয়েছেন

বুধবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের বিজয়পুর এলাকায় বায়োফার্মা লিমিটেডের একটি গাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, বায়োফার্মা লিমিটেডের বিক্রয় প্রতিনিধি চৌদ্দগ্রাম চিওড়া এলাকার সিফাত ইবনে ইউছুপ, ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের কামরুল হাসান ও গাড়িচালক চৌদ্দগ্রামের আবদুর রহিম।

এ ঘটনায় আহত ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সিফাত ইবনে ইউছুফ বাদী হয়ে ফুলগাজী থানায় অজ্ঞাত ২-৩ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সন্ধ্যায় ফুলগাজী উপজেলার প্রাণিসম্পদ কার্যালয় সংলগ্ন রাস্তায় চলন্ত গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এতে বায়োফার্মা লিমিটেডের ওষুধ পরিবহনকারী গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ওষুধ কোম্পানির একটি চলন্ত গাড়িতে হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: ভয়েজ অব আমেরিকা