Skip to content

অদক্ষ পরিচালনা, দুর্নীতির জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে অবিলম্বে নিলম্বিত করতে হবে এবং পদত্যাগ করতে হবে উপাচার্যকে

অদক্ষ পরিচালনা, দুর্নীতির জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে অবিলম্বে নিলম্বিত করতে হবে এবং পদত্যাগ করতে হবে উপাচার্যকে

শিলচর: চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই টিডিসি পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে প্রকাশিত হবার পরিপ্রেক্ষিতে আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে অবিলম্বে নিলম্বিত করতে হবে বলে ঘটনার পরই দাবি জানিয়েছিল বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্ট।

এছাড়া দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ের ক্রমাবনতি ও দুর্নীতির অভিযোগের জন্য বর্তমান উপাচার্যের পদত্যাগও দাবি করা হয়েছিল যুবফ্রন্টের পক্ষ থেকে।‌

উক্ত দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বতস্ফুর্ত আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাল বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট।

এক প্রেস বার্তায় যুব ফ্রন্টের মূখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন যে ফলাফল ঘোষণার ব্যাপারে এই ধরনের দায়িত্বহীনতার জন্য কর্তৃপক্ষ যে তদন্তের নির্দেশ দিয়েছেন তাকে স্বাগত জানাচ্ছে যুব ফ্রন্ট।

কিন্তু যেহেতু পরীক্ষা নিয়ন্ত্রক এখানে মূল দায়িত্বে ছিলেন তাই তাকে সাময়িক নিলম্বিত করে এই তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে । এটাই নিয়ম। অন্যথা তার এই প্রক্রিয়ায় অনৈতিক হস্তক্ষেপের সম্ভাবনা থেকে যায়।

তিনি বলেন এটা করা হলে আজ কতৃপক্ষকে এভাবে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভের মুখে পড়তে হতনা।

কল্পার্ণব গুপ্ত আরো বলেন যে এই বিশ্ববিদ্যালয়ের মান ক্রমাগত নেমে যাচ্ছে। রয়েছে বিভিন্ন স্তরে দুর্নীতির অভিযোগও।

তিনি বলেন তাঁরা যুবফ্রন্ট থেকে অনেক আগেই কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের লক্ষ্যে সব প্রাক্তন উপাচার্য তথা উপত্যাকার শিক্ষাবিদদের নিয়ে একটি কমিটি গঠন করে এই কমিটির নির্দেশ অনুযায়ী সংশোধনী পদক্ষেপ গ্রহণ করতে।

কিন্তু বর্তমান উপাচার্য এই পরামর্শে কর্ণপাত করেননি। তিনি বলেন এই উপাচার্য অধিকাংশ সময়ই বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। এছাড়া তার পৃষ্ঠপোষকতায় এই প্রতিষ্ঠান একটি বিশেষ দলের রাজনৈতিক আখড়ায় রুপান্তরিত হয়েছে। কল্পার্ণব বলেন এসবের ফলাফল এই ধরনের অনিয়ম ও দুর্নীতি।

বিডিওয়াইএফ এদিন বলেন ছাত্রছাত্রীদের জীবন নিয়ে এই ধরনের ছিনিমিনি খেলা কোন অবস্থায় মেনে নেওয়া যায়না তাই আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে তাঁরা পূর্ণ সমর্থন জানাচ্ছেন। এই ব্যাপারে সহযোগিতার অঙ্গীকারও করেছেন তিনি।

বিডিওয়াইএফ এর পক্ষ থেকে দেবায়ন দেব এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।

বার্তা সূত্র