Skip to content

Bangladesh: যুক্তিবাদী লেখক হুমায়ুন আজাদ হত্যায় জড়িত জেএমবি জঙ্গি নেতা নূর গ্রেফতার

Humayun Azad

যুক্তিবাদী-নাস্তিক লেখক হিসেবে সুপরিচিত ছিলেন হুমায়ুন আজাদ। চর্চিত বাংলাদেশি (Bangladesh) অধ্যাপককে ২০০৪ সালে অমর একুশে গ্রন্থ মেলায় ছুরি দিয়ে কোপানো হয়। গুরুতর জখম হুমায়ুন আজাদকে…

যুক্তিবাদী-নাস্তিক লেখক হিসেবে সুপরিচিত ছিলেন হুমায়ুন আজাদ। চর্চিত বাংলাদেশি (Bangladesh) অধ্যাপককে ২০০৪ সালে অমর একুশে গ্রন্থ মেলায় ছুরি দিয়ে কোপানো হয়। গুরুতর জখম হুমায়ুন আজাদকে চিকিৎসার জন্য পরে জার্মানিতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তিনি প্রয়াত হন। অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর সরাসরি হামলাকারী ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেএমবি (JMB) নেতা নূর মোহাম্মদ ওরফে শামীমকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকার অমর একুশে গ্রন্থমেলায় ২০১৫ সালে একইভাবে কুপিয়ে খুন করা হয়েছিল বাংলাদেশি-মার্কিন দ্বৈত নাগরিক যুক্তিবাদী লেখক অভিজিত রায়কে। তাকে রক্ষা করতে গিয়ে মারাত্মক জখম হন স্ত্রী রফিদা আহমেদ বন্যা। সেই হামলায় জড়িত জঙ্গিদের কয়েকজন সাজাপ্রাপ্ত আসামী। বাংলাদেশে একাধিক মুক্তমনা-নাস্তিক ব্লগারকে প্রকাশ্যে খুন করা হয়েছে। সবগুলি খুনের তদন্ত চলছে।

অধ্যাপক হুমায়ুন আজাদের উপর হামলার ঘটনা ছিল বাংলাদেশে প্রথম যুক্তিবাদীকে খুনের ঘটনা।বাংলাদেশ পুলিশের জঙ্গি দমন শাখা (অ্যান্টি টেরোরিজম ইউনিট) সোমবার (৮ এপ্রিল) রাতে মোস্ট ওয়ান্ট্ড জঙ্গিকে গ্রেপ্তার করে বলে অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া জুঁই জানান। তিনি বলেছেন, তদন্তে উঠে এসেছে, জেএমবি নেতা নূর মোহাম্মদ চাপাতি দিয়ে সরাসরি অধ্যাপক হুমায়ুন আজাদের ঘাড়ে-গলায় কুপিয়ে রক্তাক্ত জখম অবস্থায় মৃত্যু নিশ্চিত জেনে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে অধ্যাপক আজাদ জার্মানিতে মারা যান করেন।

২০০৪ সালে অমর একুশে বইমেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আজাদের উপন্যাস ‘পাক সার জমিন সাদ বাদ’ প্রকাশিত হয়। সেই বছর ২৭ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে বের হয়ে হুমায়ুন আজাদ যখন বাংলা একাডেমির কাছাকাছি আসেন তখন জঙ্গিরা হুমায়ুন আজাদকে ঘিরে নেয়। ছুরি বের করে হুমায়ুন আজাদের ঘাড়, মাথা, মুখ, গলা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। এরপর বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়ে পালায়।

হামলায় গুরুতর আহত হন হুমায়ুন আজাদ। গোপনে চিকিৎসার জন্য জার্মানিতে গিয়েছিলেন। মিউনিখে পৌঁছবার ৪ দিনের মাথায় ২০০৪ সালের ১২ আগস্ট তিনি মারা যান।



বার্তা সূত্র